এই খবরটি পডকাস্টে শুনুনঃ
হ্যান্সি ফ্লিকের অধীনে দারুণ করছে বার্সেলোনা। লা লিগায় চলতি মৌসুমে জয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে কাতালান ক্লাবটি। টানা চার জয়ের পর পঞ্চম ম্যাচেও অপ্রতিরোধ্য বার্সা। লামিন ইয়ামালের জোড়া গোলে জিরোনাকে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট দলটি।
জিরোনার মাঠে তাদেরকে ৪-১ গোলে হারিয়েছে বার্সা। ইয়ামালের জোড়া গোলের পাশাপাশি বাকী গোলদুটি করেছেন দানি ওলমো ও পেদ্রি। জিরোনার একমাত্র গোলটি করেছেন ক্রিস্টিয়ান স্টুয়ানি। পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জিতে টেবিলের শীর্ষে হ্যান্সি ফ্লিকের দল। অন্য দুই জয়, এক ড্র ও দুই হারে সাতে জিরোনা।
দারুণ লড়াইয়ে ৩০ মিনিটে লিড পায় বার্সা। বক্স থেকে দুর্দান্ত গোল করে সফরকারীদের এগিয়ে নেন ‘ওয়ান্ডার কিড’ খ্যাত ইয়ামাল। মিনিট ছয়েক ব্যবধান দ্বিগুণ করেন ১৭ বর্ষী ফরোয়ার্ড। লেভান্ডোভস্কির পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন। ২-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় বার্সা।
বিরতির পর নেমেই বার্সেলোনাকে তৃতীয় গোল এনে দেন দানি ওলমো। জিউলেস কুন্দের বাড়ানো বলকে জালে পাঠান স্পেন তারকা। ৬৪ মিনিটে চতুর্থ গোলটি করেন পেদ্রি। মার্ক ক্যাসাদোর সহায়তায় বল জালে পাঠান।
৮০ মিনিটে প্রথম গোলের দেখা পায় জিরোনা। পর্তুর বাড়ানো বলে বার্সা রক্ষণকে পরাস্ত করেন স্টুয়ানি। ৮৬ মিনিটে লাল কার্ড দেখতে হয় বার্সার ফেররান টরেসকে। জিরোনার ইয়াসির অ্যাসপ্রিলাকে ফাউল করায় তাকে কার্ড দেখানো হয়। ১০ জনের দলে পরিণত হলেও ৪-১ ব্যবধানে মাঠ ছাড়ে ফ্লিকের দল।








