চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বার্সা-ম্যানসিটি ম্যাচে মানবতার জয়

ন্যু ক্যাম্পে জড়ো হয়েছিল ৯১,০৬২ জন দর্শক। অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস নামের মস্তিষ্কের মারাত্মক এক ব্যাধির চিকিৎসার গবেষণার জন্য তহবিল গঠনে আয়োজন করা হয় বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটির খেলা। কিক অফের আগেই জয়ী হয়েছিল মানবতা। আর সেজন্যই হয়তো ফুটবল বিধাতা কোনো দলকেই পরাজয়ের স্বাদ দিতে চাননি। জমজমাট ম্যাচে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। 

অ্যামায়োট্রফিক ল্যাটেরাল স্ক্লেরোসিস ব্যাধিটি মূলত মোটর নিউরন রোগের সাধারণ রূপ। বার্সার সাবেক গোলরক্ষক ও কোচ হুয়ান কার্লোস উনজুর শরীরে ২০২০ সালে এই রোগ ধরা পড়ে। চলাচলের সক্ষমতা হারানো উনজুর নিত্যসঙ্গী এখন হুইলচেয়ার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ম্যাচ শুরুর আগে উনজু আবেগপূর্ণ বক্তৃতা দেন। উদ্বোধনী মঞ্চে পেপ গার্দিওলার পাশাপাশি সিটি ডাগ আউটে বসার আগে মাঠেই হুইলচেয়ারে বসে তিনি সম্মানসূচক কিক অফ নেন।

উনজু ১৯৮৮-৯০ সাল পর্যন্ত সিটি কোচ পেপ গার্দিওলার সঙ্গে বার্সেলোনায় খেলেছিলেন। পরে ২০০৮-১০ সালে তার কোচিং স্টাফের অংশ ছিলেন। বার্সা ২০০৯ সালে ছয়টি ট্রফি জিতেছিল এবং বর্তমান ব্লুগ্রানা বস জাভি হার্নান্দেজ সেই দলে খেলেছিলেন।

২০১৪ সালে লুইস এনরিকের সহকারী হিসেবে আবারো বার্সেলোনায় ফিরে আসেন উনজু। পরবর্তী মৌসুমে কাতালান ক্লাবটি দ্বিতীয়বারের মতো ট্রেবল জিতেছিল।

বুধবার বাংলাদেশ সময় দিবাগত রাতে হওয়া ম্যাচের ২১ মিনিটে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে ম্যানসিটিকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। আট মিনিট পরই সার্জিও বুসকেটসের সেট পিস থেকে নেয়া শটে বল নিয়ে ডান পায়ের কিকে গোল করে খেলায় সমতা পেরান পিঁয়েরে এমরিক অবামেয়াং।

৬৬ মিনিট পর্যন্ত স্কোরলাইন ছিল ১-১। এরপর শুরু হয় দুই দলের গোল উৎসব। মেমফিস ডিপাইয়ের অ্যাসিস্টে স্বাগতিকদের লিড পাইয়ে দেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। চার মিনিট পর পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যান্সেলোর কাছ থেকে বল আদায় করে সিটিকে সমতায় ফেরান ইংলিশ মিডফিল্ডার কোল পামার।

স্প্যানিশ রক্ষণাত্মক মিডফিল্ডার সের্জি রবের্তোর কাছ থেকে বল নিয়ে ডান পায়ে বল জালে জড়িয়ে বার্সাকে জয়ের সুবাস দিয়েছিলেন ডিপাই। তবে অন্তিম মুহূর্তে গিয়ে কাতালান ক্লাবটির জয় পাওয়া হয়নি।

যোগ করা সময়ের নবম মিনিটে আর্লিং হালান্ডকে ডি বক্সের ভেতর ফাউল করে বসেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। রেফারি পেনাল্টির বাঁশি বাজালে স্পট কিক থেকে সিটির রাইট উইঙ্গার রিয়াদ মাহরেজ নিশানাভেদ করলে পরাজয় এড়ায় ইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।