ব্রাজিলের তরুণ ফরোয়ার্ড ভিতর রোকেকে দলে টেনেছে বার্সেলোনা। অ্যাথলেটিকো পারানায়েন্সের সাথে স্প্যানিশ জায়ান্টদের সমঝোতা হয়ে গেছে। সেলেসাও ফরোয়ার্ডকে নিতে খরচ ৪০ মিলিয়ন ইউরো।
১৮ বর্ষী রোকেকে ২০২৪-২৫ মৌসুম থেকে মাঠে পাবে বার্সেলোনা। ২০৩০-৩১ মৌসুম পর্যন্ত চুক্তি হয়েছে। রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।
এ মৌসুমে বার্সেলোনার এটি তৃতীয় চুক্তি। ম্যানচেস্টার সিটি থেকে জার্মান অধিনায়ক ইলকাই গুন্ডোয়ান এবং অ্যাথলেটিক ক্লাব থেকে ইনিগো মার্টিনেজের পর রোকের সাথে চুক্তি করল অর্থকষ্টে ভুগতে থাকা বার্সা।
ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে আলো ছড়িয়ে জাতীয় দলে ডাক পাওয়ার পরই রোকে নজরে আসেন ন্যু ক্যাম্পের।








