চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইবিজা সৈকতে বসে লেভান্ডোভস্কিকে বশে আনেন জাভি

অপেক্ষার প্রহর ফুরাচ্ছে লেভান্ডোভস্কিকে বার্সায় দেখার। অনেক জল ঘোলা করলেও শেষ পর্যন্ত লেভাকে শিকার করেছেন বার্সার মাস্টার মাইন্ড জাভি হার্নান্দেজ। গ্রীষ্মকালীন ছুটিতে ইবিজা সৈকতে ভ্রমণে গেলে বায়ার্ন তারকার সাথে দেখা করেন জাভি। সেখানেই ৩৩ বর্ষী পোলিশম্যানকে বশে আনতে টোপ দেন বার্সা কোচ। যা গিলেও ফেলেছেন লেভা। ইতিমধ্যেই বার্সায় তার ভবিষ্যৎ সতীর্থদের সাথে সৌজন্য সাক্ষাত করে গেছেন।

আগামী মাসে ৩৪-এ পা রাখবেন লেভা। গত মৌসুম শেষ করে জানিয়েছিলেন বাভারিয়ানদের সাথে দীর্ঘ ৮ বছরের সম্পর্ক চোকাতে চান। প্রস্তাব ছিল বেশকিছু ক্লাবের। তবে তার মন পড়ে ছিল ন্যু ক্যাম্পে। বার্সা অর্থনৈতিক কারণ দেখিয়ে সময় নিচ্ছিল আনুষ্ঠানিকতা সারার। অবশেষে ঝোপ বুঝে কোপ দিয়েছেন জাভি। বায়ার্নের হয়ে ৩৭৫ ম্যাচে ৩৪৪ গোল করা স্বপ্নসারথিকে ৩ বছরের জন্য ভাগিয়ে নিয়েছেন বায়ার্নের কেনা দাম ৫০ মিলিয়ন ইউরোতেই। যদিও আনুষ্ঠানিক ঘোষণা বাকি।

লেভাকে এই দামে পেতে বেশ কৌশল অবলম্বন করতে হয়েছে জাভির। লেভার সাথে দেখা করতে ইবিজা সৈকতে ছুটে গিয়েছিলেন। সেখানেই হয়েছে দফারফা। জার্মান গণমাধ্যম আউটলেট বিল্ডকে জানিয়েছেন তারকা ফরোয়ার্ড।

‘বার্সাকে শীর্ষে ফিরিয়ে নেয়ার পরিকল্পনা রয়েছে জাভির। ঘটনাক্রমে ইবিজাতে তার সাথে আমার দেখা হয়, সেসময় আমার সাথে তার একটি ভালো রসায়ন তৈরি হয়। তিনি বলেছিলেন, আমি আপনার জন্য অপেক্ষা করব, আমরা একসঙ্গে ভালো কাজ করব এবং অনেক শিরোপা জিততে পারব।’

সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপসেরার মঞ্চে বায়ার্নের কাছে কিছুতেই পেরে ওঠেনি বার্সা। একাধিকবার বার্সেলোনাকে লজ্জার হার উপহার দিয়েছে বায়ার্ন। যেখানে লেভান্ডোভস্কিই ছিলেন বায়ার্নের মূল হাতিয়ার। ২০২০ সালে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে বার্সাকে ৮-২ ব্যবধানে হারিয়ে দেয় বায়ার্ন। গত মৌসুমেও গ্রুপপর্বে দুবার বাভারিয়ানদের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারতে হয় কাতালানদের।

বার্সার নাম লিখিয়ে লেভা জেতাতে চান অনেক শিরোপা, ‘গত মৌসুমে বার্সার সমস্যা ছিল, কিন্তু এখন ক্লাবটি সেই সম্ভাবনা তৈরি করেছে। এখন তারা দুর্দান্ত সব খেলোয়াড় আনছে। ক্লাবটি ফিরে আসার সঠিক পথে রয়েছে। আমার লক্ষ্য বার্সার হয়ে শিরোপা জেতা।’