চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

পিকেকে একবার শাস্তি দিয়েছিলেন গার্দিওলা

২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত বার্সেলোনার কোচ ছিলেন পেপ গার্দিওলা। সেসময় বার্সার দলে নিয়মিত ছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী তারকা জেরার্ড পিকে। দলের গুরুত্বপূর্ণ সদস্যকে একবার শাস্তি দিয়েছিলেন গার্দিওলা, হাফহাতা জার্সি পরার কারণে।

বার্সেলোনার নিজস্ব চ্যানেলে সাক্ষাৎকারে ৩৬ বর্ষী পিকে বলেছেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখেনি বলেই শাস্তির মুখে পড়েছিলেন। বলেছেন, ‘একবার বার্সেলোনায় খুব ঠাণ্ডা পড়েছিল। সেসময় হাফহাতা একটি জার্সি পরেছিলাম। বরফের মধ্যে সেই জার্সি পরা আমার কোন একটি ছবি দেখেন গার্দিওলা।’

‘এমন দেখে গার্দিওলা আমাকে ডেকে বকাঝকা করেন। এমনকি জরিমানাও করেছিলেন। বরফের মধ্যে হাফহাতা জার্সি পরে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলেছিলাম বলে জরিমানা হিসেবে পুরো দলকে একবেলা খাওয়ার টাকা দিতে হয়েছিল।’

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের চার বছর পর গত নভেম্বরে বুট জোড়াই তুলে রেখেছেন জেরার্ড পিকে। ক্লাব ক্যারিয়ারে শুরু থেকে শেষের প্রায় পুরোটাই বার্সেলোনার হয়ে খেলেছেন। মাঝে একবার ম্যানচেস্টার ইউনাইটেডে গেলেও ২০০৮ সালে আবারও পেপ গার্দিওলার অধীনে বার্সাতে ফিরে আসেন।

পিকে স্প্যানিশ কোচের অধীনে তিনটি লা লিগা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ১৪ বছরে খেলেছেন ৬০০-এর বেশি ম্যাচ। ডিফেন্ডার হয়ে গোলও করেছেন ৫২টি।

Labaid
BSH
Bellow Post-Green View