চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

কুয়েতের ২১ মসজিদে ঈদের নামাজ পড়াবেন ২১ বাংলাদেশী

KSRM

মোশাররফ হোসেন, কুয়েত:

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কুয়েত। দেশটিতে রয়েছে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশী। রমজানের শেষ ১০ দিন কুয়েতের মসজিদগুলোতে রাত জেগে সালাতুল কিয়াম আদায় করে থাকেন দেশটির রোজাদার ও ধর্মপ্রাণ মুসল্লীরা।

Bkash July

এবারে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়াবেন বাঙ্গালি অধ্যুষিত এলাকাগুলোতে ২১ জন বাংলাদেশী খতিব। দেশটির স্থানীয় গণমাধ্যম ও ধর্ম মন্ত্রণালয় সূত্র তথ্যটি নিশ্চিত করে।

খতিবরা হলেন- সালেহ আল ফুদালা; ফাহাদ সুক মোবারকিয়া; উমর বিন খাত্তাব, ফরওয়ানিয়া ৫ নংগাতা; ফালাহ আল মোতায়েরী সুখ সানাইয়া; আবদুল্লাহ বিন অমর, রুমাইছিয়া ৪ নং গাতা; উসমান বিন আফ্ফান আমগারা; শাবরা ত্বামী সলিবিয়া ৯ নং গাতা; সালেহ আল নামাশ, জাহারা দুম্বা বাজার; নাদী ফুরুশিয়া চেপদী; আমহুজ কাবাদ চেপদী; আতিকী সুলেবিয়া; দাহিয়া নাঈম; ফয়সাল; আবু বক্কর; শাহ আমানত; ফেরদৌস; মসজিদ রহমান; মসজিদ নুর; সাবরা মসজিদ, মতলা; সাবরা মসজিদ মতলা ৭ নং গাতা ও আবদালী মসজিদ।

Reneta June

শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামী ২২ এপ্রিল শনিবার কুয়েতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ পড়াবেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির সব মসজিদে একযোগে ভোর সাড়ে ৫টায় পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View