রাশিয়ার কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরের মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স। ছবিটি নির্মাণ করেছেন যশোরের তরুণ নির্মাতা শাহরিয়ার আজাদ সৌমিক।
‘দরবার শরীফ’ প্রযোজিত এ ছবিটির প্রযোজক হিসেবে রয়েছেন আদিম খ্যাত নির্মাতা যুবরাজ শামীম।
মঙ্গলবার (১৭ জুন) উৎসব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বিভাগের নির্বাচিত সিনেমার তালিকা প্রকাশ করে। উৎসবটি শুরু হবে আগামী ৫ সেপ্টেম্বর, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। মূল প্রতিযোগিতার স্বল্পদৈর্ঘ্য বিভাগে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে সিরিয়া, রাশিয়া, ইরান, মিশর, কিরগিজস্তান, তুরস্ক ও চীনের আরও ৯টি সিনেমা।
ছবিটির পটভূমি সম্পর্কে নির্মাতা সৌমিক বলেন, “এই সিনেমা আমার শৈশবের স্মৃতিজড়িত। যশোরের ঝিকরগাছা এলাকায় বেড়ে ওঠা আমার জীবনের নানা অনুভূতি, সংকট ও সৌন্দর্যকে রূপকথার মতো একটি গল্পে বুনেছি। ছবিটিতে উঠে এসেছে আমাদের গ্রামীণ জনজীবন, প্রকৃতি এবং ভেতরের জটিল আবেগ।”
নির্মাতার ভাষায়, এটি সম্পূর্ণ স্বাধীনভাবে এবং মিনিমালিস্টিক ধাঁচে নির্মিত একটি কাজ। অভিনয় করেছেন নবাগত শিশুশিল্পী মানিক দাস, এস কে শাহরিয়ার হাবীব ও এম ডি শাহীন হোসেন। সিনেমার সকল অভিনয়শিল্পী ও কলাকুশলীই প্রথমবারের মতো সিনেমায় কাজ করেছেন।
ছবিটির চিত্রগ্রহণ করেছেন শোয়ায়েব মোহাম্মদ জাহেদি শামস। পরিচালনার পাশাপাশি চিত্রনাট্য, সম্পাদনা এবং গল্প রচনার কাজও করেছেন সৌমিক নিজে।
প্রযোজক যুবরাজ শামীম বলেন, “আমি বিচ্ছিন্ন মানুষ। সৌমিকের মোবাইল দিয়ে করা কিছু আগের কাজ দেখে আমি মুগ্ধ হই। নিজ থেকেই তার এই ছবির প্রযোজনায় আগ্রহী হই। আন্তর্জাতিক স্বীকৃতি তরুণ নির্মাতার জন্য দারুণ অনুপ্রেরণা।”
ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় উৎসবের পোস্টার শেয়ার করে নির্মাতা জানিয়েছেন, উৎসবে অংশ নিতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে রাশিয়ার তাতারস্তানের রাজধানী কাজান শহরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।








