চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্রুত দেশে ফিরতে চান সুদান প্রবাসী বাংলাদেশীরা

সংঘাতময় সুদান ছেড়ে বাংলাদেশে ফেরার অপেক্ষায় রয়েছেন ৬৮২ জন বাংলাদেশী। এই প্রবাসী বাংলাদেশীরা দ্রুত দেশের মাটিতে ফিরতে চান। সরকারি ব্যবস্থাপনায় পোর্ট সুদান থেকে তাদের সৌদি আরবের জেদ্দায় নেওয়া হবে। সেখান থেকে বাংলাদেশে আনা হবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার ৪ মে প্রবাসী বাংলাদেশীদের সুদান থেকে জাহাজে করে সৌদি আরবের জেদ্দায় নেওয়ার কথা রয়েছে। জেদ্দা থেকে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাদের ঢাকায় ফিরিয়ে আনা হবে।

দুই জেনারেলের ক্ষমতার লড়াইয়ে সুদান এখন যুদ্ধবিধ্বস্ত। মানবিক বিপর্যয়ে দেশটি ছাড়তে বাধ্য হয়েছে লাখো মানুষ। ভোগান্তি সঙ্গী করে প্রায় ৭০০ বাংলাদেশী দেশে ফিরতে অবস্থান নিয়েছে সমুদ্র বন্দর পোর্ট সুদানে। সব হারানো অনেকের সামনে এখন অনিশ্চিত ভবিষ্যত।

সুদানে শান্তি ফেরাতে ইসলামি সহযোগি সংস্থা (ওআইসি)র জরুরি সভায় দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সুদান থেকে বাংলাদেশীদের প্রত্যাবর্তনের বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখার প্রধান মাজেন বিন হামাদ আল হামালি-এর সাথে বৈঠক করেছেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৈঠকে সুদান থেকে বাংলাদেশীদের প্রত্যাবর্তনের জন্য সৌদির পক্ষ থেকে সবধরনের সহযোগিতার আশ্বাস দেয়া হয়। সার্বিক ব্যবস্থাপনার সুবিধার জন্য জেদ্দা কনস্যুলেট এর তত্ত্বাবধানে জেদ্দায় প্রত্যাবাসনকারীদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংলিশ শাখায় আবাসনের সিদ্ধান্ত নেয়া হয়।