এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সিলেট থেকে: জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ঘণ্টায় দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ফিরে যান। পরে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের ফিফটি পার করা জুটিতে প্রথম সেশন শেষ করেছে টিম টাইগার্স।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। মধাহ্ন বিরতির আগে ২৪ ওভার ব্যাট করে ২ উইকেটে ৮৪ রান করেছে টিম টাইগার্স। মুমিনুল হক ২১ রানে এবং শান্ত ৩০ রানে ক্রিজে আছেন।
সাদমান ও জয় শুরুটা দেখেশুনেই করেছিলেন। ৩২ রানে দুই ব্যাটারকে ফেরান ভিক্টর নিয়াউচি। সাদমান ১২ রান করেন এবং জয় করেন ১৪ রান। পরে শান্ত ও মুমিনুল মিলে যোগ করেন ৫২ রান।







