চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

তিন বছরে ৫০ ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা

মার্চে ওয়ানডে বিশ্বকাপ খেলে নিউজিল্যান্ড থেকে ফেরা নারী ক্রিকেট দল গত ৫ মাসে খেলতে পারেনি আন্তর্জাতিক ম্যাচ। প্রায় প্রতি বছরই এমন দীর্ঘ বিরতি পড়ে খেলায়। যেটি উন্নতির পথে ছিল প্রধান অন্তরায়। এই ‘অচল’ অবস্থা থেকে মুক্তি পাচ্ছেন নিগার-সালমা-রুমানারা।

নির্ধারিত সময়ে র‌্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে থেকে বছরখানেক আগেই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ কাঠামোয় ঢুকে পড়ে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

২০২২ সালের মে থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত চক্রে মোট ৭ টেস্ট, ১৩৫ ওয়ানডে ও ১৫৯ টি-টুয়েন্টি খেলবে নারী দলগুলো। বাংলাদেশ দল এ সময়ে খেলবে ২৪ ওয়ানডে ও ২৬ টি-টুয়েন্টি। যার শুরুটা এ বছরের ডিসেম্বরে, নিউজিল্যান্ড সফর দিয়ে।

দেশের মাটিতে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সফর করবে নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজে।

২০১১ সালের ২৬ নভেম্বর ওয়ানডেতে অভিষেক বাংলাদেশের। ১১ বছরে ৫০ ওভারের ম‍্যাচ খেলতে পেরেছে মাত্র ৪৯টি। ২০১২ সালে অভিষেকের পর এপর্যন্ত টি-টুয়েন্টি খেলেছে ৭৯টি। যার মধ্যে এক তৃতীয়াংশ আইসিসি ইভেন্টের বাছাইপর্বের ম্যাচ।