এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে সন্ধ্যায় ক্যারিবীয়দের বিপক্ষে নামছে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় গড়াবে ম্যাচ।
চোটের কারণে সিরিজে নেই নিয়মিত অধিনায়িক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়। পারিবারিক কারণে ছুটিতে টাইগার পেসার মুস্তাফিজুর রহমানও। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে লাল-সবুজের। স্পিনে অধিনায়ক মিরাজকে সঙ্গ দেবেন রিশাদ হোসেন। পেসে নাহিদ রানার পাশাপাশি আছেন তাসকিন আহমেদ ও তানজিম সাকিব।
সিরিজের প্রথম ম্যাচে ২৯৪ রান করেও ৫ উইকেটের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল বাংলাদেশ। ক্যারিবীয়দের বিপক্ষে ১১ ম্যাচ পর সেটাই ছিল টিম টাইগার্সদের প্রথম হার। এ ম্যাচ সিরিজে টিকে থাকার লড়াই মিরাজের বাংলাদেশের।
প্রথম ম্যাচে হারলেও বাংলাদেশকে প্রেরণা দিতে পারে এই তথ্য- ২০১৬ সাল থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে হারেনি টিম টাইগার্স। এ সময়ে ঘরের মাঠে দুটি এবং ক্যারিবীয় সফরে দুটি সিরিজ জিতেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সৌম্য সরকার, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসাইন, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও তানজিম হাসান সাকিব।








