চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দ্রুত উইকেট পড়লেও বাংলাদেশকে ভোগাচ্ছেন মেয়ার্স

দ্বিতীয় দিনে বাংলাদেশকে ভোগানো কাইল মেয়ার্স-জশুয়া ডি সিলভা জুটি সকালের শুরুতেই ভাঙেন মেহেদী হাসান মিরাজ। এরপর খালেদ এসে তুলে নেন আলঝারি জোসেফের উইকেট। তবে অন্য প্রান্তে দ্রুত রান তুলে ওয়েস্ট ইন্ডিজকে শক্ত অবস্থানে রেখেছেন মেয়ার্স।

রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৭ উইকেটে ৩৭৬ রান। সাকিব-তামিমদের থেকে স্বাগতিকরা এগিয়ে ১৪২ রানে।

আগের দিনে ২৬ রানে অপরাজিত সিলভা এদিন আর মাত্র ৩ রান যোগ করতে পেরেছেন। মিরাজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন সিলভা। খানিক পর জোসেফকে ফেরান খালেদ। আউট হওয়ার আগে করে যান ৬ রান।

দ্বিতীয় দিনে ১৩২ রানে ৪ উইকেট হারানো দলকে টেনে তুলেন মেয়ার্স। জারমেইন ব্ল্যাকউডকে নিয়ে ১১৬ রানের অসাধারণ জুটি গড়ে কঠিন বিপদ থেকে দলকে রক্ষা করেন। এরপর ৯৬ রানের জুটি গড়েন সিলভাকে সাথে নিয়ে। সিলভা সকালের শুরুতে ফিরে গেলেও ততক্ষণে উইন্ডিজকে ভালো অবস্থানে দাঁড় করিয়ে গেছেনে তিনি।

২০২১ সালে চট্টগ্রাম টেস্টে ২১০ রানের অপরাজিত ইনিংস খেলে বাংলাদেশকে ভোগিয়ে ছিলেন মেয়ার্স। ঘরের মাঠে সেই ধারা বজায় রেখেছেন। বৃষ্টির কারণে ম্যাচ স্থগিত রাখার আগ পর্যন্ত বাংলাদেশের ভোগান্তির নাম মেয়ার্স। ২০৩ বলে ১৪০ রানে ব্যাট করছেন তিনি। ১৯ বলে ৭ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছে কেমার রোচ।