চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

মেয়েদের দ্বিতীয় ওয়ানডেতেও বৃষ্টির জয়

KSRM

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মেয়েদের মধ্যকার ওয়ানডে সিরিজে বৈরি আবহাওয়ার হানা চলছেই। কলম্বোয় আরও একটি ম্যাচ পরিত্যক্ত হল বৃষ্টির কারণে। প্রথম ওয়ানডেতে ৩৬.৪ ওভার খেলা হলেও দ্বিতীয় ম্যাচে মাঠে গড়ায়নি একটি বলও।

উইমেন্স চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় সিরিজের দ্বিতীয় ম্যাচ থেকে বৃষ্টির সৌজন্যে আরও ১ পয়েন্ট পেল নিগার সুলতানা জ্যোতির দল। এ নিয়ে চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের টানা চার ম্যাচ ভেসে গেল বৃষ্টিতে।

গত ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরের শেষ দুই ওয়ানডেতে বৃষ্টির সৌজন্যে ১টি করে পয়েন্ট পেয়েছে টিম টাইগ্রেস। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান সপ্তম। ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ঠিক পরেই লঙ্কানরা।

বৃহস্পতিবার কলম্বোর পি সারা ওভালেই তৃতীয় ও শেষ ওয়ানডে। পরে ৯, ১১ ও ১২মে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View