ছেলেদের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতলে সুপার সিক্স নিশ্চিত হবে বাংলাদেশের। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ভারতের কাছে হার, পরে নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে যুবা টাইগারদের। দুই ম্যাচে অর্জন ১ পয়েন্ট। তৃতীয় ম্যাচে জিতলে সুপার সিক্স, হারলে আসর শেষ হবে বাংলাদেশের। এমন সমীকরণের মুখে যুক্তরাষ্ট্রের বিপক্ষে লড়ছে যুবারা। জিততে আজিজুল হাকিম তামিমের দলের প্রয়োজন ২০০ রান।
হারারে তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে টসে জিতে উতক্রাশ সিবস্তভের দলকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান আজিজুল। নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে মার্কিনীরা।
শুরুতে ইকবাল হোসেন ইমনের বলে আউট হন ওপেনার আমরিন্দার গিল, ১ রান করে। সাহিল গ্রাগ ৩৫, সিবস্তভ ৩৯, নিতিশ সুদিনি ১৭, অদিত কাপ্পা ১৬। অদনিত ঝাম্ব সর্বোচ্চ ৬৮ রান করে অপরাজিত থাকেন, ৩ চার ও এক ছয়ে ৬৯ বলে।
টাইগারদের হয়ে ইমন ৩টি। আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ এবং রিজান হোসেন ২টি করে উইকেট নেন।








