চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিশ্বকাপে টানা দুই জয় বাংলাদেশের মেয়েদের

অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেটের আসর

অস্ট্রেলিয়াকে হারিয়ে শুরু, এবার শ্রীলঙ্কা, বিশ্বকাপে টানা দুই জয় তুলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ১০ রানে জিতে জুনিয়র টাইগ্রেস দল টি-টুয়েন্টি আসরটিতে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে।

সোমবার বেনোনিতে টসে হেরে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রানের বড় স্কোর গড়ে। লক্ষ্য তাড়ায় নেমে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৫৫ পর্যন্ত যেতে পারে শ্রীলঙ্কার মেয়েরা।

ম্যাচসেরা আফিয়া প্রত্যাশা ও মিষ্টি সাহা ৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন। শেষদিকে ঝড় তুলে অপরাজিত ফিফটি আনেন স্বর্ণা আক্তার। পরে লাল-সবুজরা বোলিংয়েও ধরে রাখে সাফল্য।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম বাংলাদেশি হিসেবে আফিয়া প্রত্যাশা ফিফটি তুলে নেন। ৪৩ বলে ৫ চার ও তিন ছক্কায় ৫৩ রান করে ১২তম ওভারে নেত্রাঞ্জলির বলে বোল্ড হন।

একই ওভারে আরেক ওপেনার মিষ্টি সাহা লঙ্কান অধিনায়ক ভিশমি গুনারত্বের সরাসরি থ্রোতে রান আউটে কাটা পড়েন। ২৪ বলে তার ব্যাটে আসে ১৪ রান।

১৩.৪ ওভারে বাংলাদেশের রান একশো পার হয়। তৃতীয় উইকেট জুটিতে দিলারা আক্তার ও স্বর্ণা আক্তার অবিচ্ছিন্ন থেকে ৮৬ রান যোগ করেন।

ঝড়ো ব্যাটিংয়ে স্বর্ণাও পেয়ে যান ফিফটি। ৩ চার ও ২ ছক্কায় ১৭৮.৫৭ স্ট্রাইকরেটে ৫০ রান করে অপরাজিত থাকেন। স্বর্ণাকে যোগ্য সঙ্গ দেয়া দিলারা ৩ চার ও এক ছক্কায় ২৭ বলে ৩৬ রানের ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে শ্রীলঙ্কা প্রথম ওভারে উইকেট হারায়। মারুফা আক্তারের ওভারের চতুর্থ বলে রাবেয়া খানের হাতে গালিতে ক্যাচ দেন নেথমি সেনারত্নে, রানের খাতাই খুলতে পারেননি তিনি। চতুর্থ ওভারে টাইগ্রেস অধিনায়ক দিশা বিশ্বাস তুলে নেন আরেক ওপেনার সুমুদু নিশানলার উইকেট।

অধিনায়ক ভিশমি গুনারত্নে ও দেওমি বিহাঙ্গা তৃতীয় উইকেট জুটিতে শক্ত প্রতিরোধ গড়েন। তাদের জুটিতে আসা ৯৬ রান টাইগ্রেস ড্রেসিংরুমে শঙ্কা জাগিয়ে দিয়েছিল! বিহাঙ্গা ৪৪ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৫ করে সাজঘরে ফেরেন।

শেষ তিন ওভারে লঙ্কানদের দরকার ছিল ৪২ রান, হাতে ৭ উইকেট। দিপা খাতুনের করা ১৮তম ওভারে লঙ্কানরা মাত্র ৪ রান নিতে পারে। ১৯তম ওভারে বল হাতে নেন মারুফা আক্তার। দ্বিতীয় বলে ফিফটির দেখা পান লঙ্কান অধিনায়ক ভিশমি গুনারত্মে।

শেষ ওভারে বল হাতে নেন অধিনায়ক দিশা বিশ্বাস। প্রথম দুই বল ওয়াইড হলেও তৃতীয় বলে ২ রান নিতে গিয়ে রান আউট হন নায়ানাক্করা। চতুর্থ বলে ২ রান নেন গুনারত্নে। পরের বলে আসে এক রান। সমীকরণ দাঁড়ায় ৩ বলে ২৩ রান।

তখনই বিজয়ের সুবাস পেতে থাকে টাইগ্রেস দল। ষষ্ঠ বলে ৪ মারেন দিশায়েঙ্কা। সপ্তম বলে থার্ড ম্যান দিয়ে ৪ হতেই ওভার শেষ মনে করে জয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। আম্পায়ার জানিয়ে দেন তখনও এক বল বাকি। ৮ বলের ওভারটিতে শেষ বলেও ৪ হয়, তাতেও অবশ্য হার এড়াতে পারেনি শ্রীলঙ্কা। গুনারত্মে করেন সর্বোচ্চ ৬১ রান।