একই টেস্টের দুই ইনিংসে শূন্য রানে আউট হওয়ার তিক্ত স্বাদ পেলেন তামিম ইকবাল। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে প্রথম ইনিংসে আসিথা ফার্নান্দোর বলে আউট হয়েছিলেন বাঁহাতি ওপেনার। দ্বিতীয় ইনিংসে আউট হলেন একই পেসারের বলে।
আগে দুজন বাংলাদেশি ওপেনারের সঙ্গে ঘটেছে এমন ঘটনা। প্রথমটি ২০০৭ সালে, ভারতের বিপক্ষে। মিরপুরে দুই ইনিংসেই ডাক মারেন জাভেদ ওমর বেলিম। যিনি ‘গোল্লা’ নামেই বেশি পরিচিত!

দ্বিতীয় ঘটনাটি এবছরের এপ্রিলে, সাউথ আফ্রিকা সফরে। তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় একই টেস্টের দুই ইনিংসেই রানের খাতা খুলতে পারেননি।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুরে চলতি টেস্টে প্রথম ইনিংসে জয় শূন্য রানে আউট হন। দ্বিতীয় ইনিংসে তার ভাগ্য সুপ্রসন্ন না হলে আরও একবার শূন্য রানে আউট হতে পারতেন। এজ হয়ে বল কিপারের হাতে গেলে লঙ্কান খেলোয়াড়রা আবেদনই করেননি। পরে জয় ফিরেছেন ১৫ করে।