১৫৭ রানের লক্ষ্যে নেমে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাওয়ার প্লেতে ভালো খেলেছে বাংলাদেশ। রান আসার সঙ্গে অবশ্য দুই উইকেটও গেছে। তবে রানের ঝড় থামায়নি স্বাগতিকরা।
সাগরিকায় পাওয়ার প্লে শেষে ২ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে সাকিববাহিনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ৭১ রানে পৌঁছে গেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১২ বলে ২৭ রানে অপরাজিত আছেন। সঙ্গী তৌহিদ হৃদয়ও ১০ রানে ব্যাট করছেন।
আট বছর পর ফেরা রনি তালুকদার শুরু থেকেই মারকুটে ছিলেন। চতুর্থ ওভারে আদিল রশিদের বলে খেই হারান। বোল্ড হওয়ার আগে ওপেনার করে যান ২১ রান, খেলেছেন ১৪ বল।
পঞ্চম ওভারে অন্য ওপেনার লিটন আউট হন জফরা আর্চারের বলে। ১০ বল খেলে ১২ রান করে যান।
এরআগে ইংল্যান্ড টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। বাটলার ও সল্ট ওপেনিংয়ে ভালো শুরু করলেও শেষদিকে রানের চাকা সচল রাখতে পারেনি থ্রি লায়ন্সরা।








