চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রাশিয়া চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বাঘিনীরা

ইউরোপের কোন দেশের বিপক্ষে কোনো পর্যায়ের ফুটবলেই খেলার সুযোগ পায়নি বাংলাদেশের মেয়েরা। প্রথমবারের মতো সেই অভিজ্ঞতা অর্জন করতে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাশিয়ার বিপক্ষে মাঠে নামবে গোলাম রব্বানি ছোটনের শিষ্যরা।

বুধবার দুপুর ৩টা ১৫ মিনিটে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলা শুরু হবে।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ৮-১ গোলের বড় ব্যবধানে হারায় লাল-সবুজের দল। ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৬তম স্থানে থাকা রাশিয়ার সামনে সেই পারফরম্যান্স কতটা কাজে আসবে, তা দেখার অপেক্ষা। বাংলাদেশের অবস্থান ১৪০-এ। দল দুটির শক্তির বিচারে বিস্তর ব্যবধান রয়েছে। নিজেদের প্রথম ম্যাচে রুশ মেয়েরা নিজেদের শক্তির প্রমাণ দিতে মুখিয়ে আছে।

যদিও টুর্নামেন্ট শুরুর আগে ম্যাচ বাই ম্যাচ এগিয়ে গিয়ে বাংলাদেশের শিরোপা জয়ের লক্ষ্যের কথা বলেছেন কোচ ছোটন। জানিয়েছিলেন, রাশিয়ার সাথে খেলার কথা ভেবে তার দলের মেয়েরা রোমাঞ্চিত।

এবারের সাফে পৃষ্ঠপোষকতায় আছে উয়েফা। সংস্থাটির চাওয়া অনুযায়ী রাশিয়া সাফে খেলতে এসেছে। রাশিয়ার উপর আছে ফিফা এবং উয়েফার নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা জাতীয় দল এবং উয়েফার টুর্নামেন্টগুলোর জন্যই শুধু প্রযোজ্য। বয়সভিত্তিক দলের জন্য নয়।

বাংলাদেশের অধিনায়ক রুমা আক্তার টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে বলেছিলেন, রাশিয়ার মতো দলের সঙ্গে খেললে তাদের কাছ থেকে অনেককিছু শিখতে পারব। ভালো কিছু যাতে করতে পারি সেই চেষ্টা করব।

ঢাকায় পা রাখার পর সংবাদ সম্মেলনে রাশিয়ার কোচ এলেনা মেদভেদ বলেছিলেন, বাংলাদেশ আমাদের কাছে অচেনা প্রতিপক্ষ। সাউথ এশিয়ায় আমাদের খেলার অভিজ্ঞতা নেই। তবুও আমরা সুন্দর ফুটবল খেলার দিকে নজর দেবো। জয় দিয়ে আসর শুরু করার চেষ্টা করব।

জাতীয় দল কিংবা বয়সভিত্তিক, সব পর্যায়েই ঘুরে ফিরে সাউথ এশিয়ার দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলার সুযোগ পায় বাংলাদেশ। ভারত, নেপাল, ভুটান যেন হয়ে উঠেছে নির্ধারিত প্রতিপক্ষ। এএফসির টুর্নামেন্টের বাছাইপর্বে মাঝেমধ্যে এশিয়ার অন্য অঞ্চলের দলের বিপক্ষে খেলার সুযোগ আসে। এবার রাশিয়ার মতো ইউরোপের বড় দলকে সামনে পেলো বাঘিনীরা।

একইদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ভুটানের বিপক্ষে খেলবে নেপাল। নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪-১ গোলে হেরে নেপালের মেয়েরা টুর্নামেন্টে শুরু করেছে।