বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ের প্রস্তুতি নিতে মার্চের প্রথম সপ্তাহে দেশ ছেড়েছিল বাংলাদেশ ফুটবল দল। সৌদি আরবের তাইফ সিটির কিং ফাহাদ স্পোর্টস স্টেডিয়ামে অনুশীলন পর্ব ভালোভাবে শেষ করে ফিলিস্তিনের বিপক্ষে খেলতে কুয়েতের পথে রওনা করেছে লাল-সবুজের দলটি।
আগামী ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচ খেলবেন জামাল-সাদ। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে ফিলিস্তিনের ম্যাচটি কুয়েতে হবে। কুয়েতের সঙ্গে সৌদি আরবের আবহাওয়ার মিল থাকায় খেলোয়াড়দের মানিয়ে নিতে সৌদিতে ক্যাম্প করেছে বাংলাদেশ।
দুসপ্তাহের বেশি সৌদি আরবে অনুশীলন শেষে কুয়েতে যাওয়ার আগে বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা জানিয়েছেন, ‘এখানে অনুশীলন করার সুযোগ পেয়ে ভালো লেগেছে। বড় ম্যাচের আগে এখানে যে ধরনের সুযোগ-সুবিধার কথা চিন্তা করেছিলাম তার সব পেয়েছি, এটা বেশ ভালো লেগেছে। খাবার, আতিথেয়তা, হোটেল, জিম এবং কুয়েতে যাওয়ার আগে সবমিলিয়ে বেশ ভালো সময় কেটেছে।’
‘অনুশীলনে আমরা ইতিবাচক বেশকিছু বিষয় দেখেছি। এখন আমাদের আনুষ্ঠানিক ম্যাচগুলোর প্রতি মনোযোগ দিতে হবে। বেশকিছু নতুন খেলোয়াড় আমাদের সাথে যুক্ত হয়েছে, যা বেশ ইতিবাচক। তাদেরকে আমাদের পরিচয়, দর্শন ইত্যাদির সাথে পরিচিত করাতে হবে। বিশ্বকাপের ম্যাচের জন্য পুরো দল প্রস্তুত রয়েছে।’
ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ দল ২২ মার্চ ঢাকায় ফিরবে। বসুন্ধরা কিংস অ্যারেনায় ২৬ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে হোম ম্যাচে অংশ নেবে।







