এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ফিফার আন্তর্জাতিক সূচিতে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী জাতীয় দল। দুটি ম্যাচ হবে জর্ডানে। সকালে জর্ডানের আম্মানের উদ্দেশ্যে রওনা হয়েছে দলটি।
জর্ডানে হতে চলা দুটি ম্যাচের একটিতে বাংলাদেশ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে। অন্যটি খেলবে স্বাগতিক জর্ডানের বিপক্ষে। বাংলাদেশ দল বাহরাইন হয়ে জর্ডানে যাবে। ২৬ তারিখ প্রথমে বাহরাইনে মানামা যাবেন মনিকা-ঋতুপর্ণারা। এদিনই জর্ডান পৌঁছাবে দল।
সম্প্রতি কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করা খেলোয়াড়দের অধিকাংশই দলে জায়গা পেয়েছেন। বাদ পড়েছেন সাবিনা খাতুন ও সানজিদা খাতুন। দলে জায়গা করে নিয়েছেন নতুন তিন ফুটবলার। তারা- গোলরক্ষক ফেরদৌসী আক্তার, মিডফিল্ডার শান্তি মার্ডি ও ফরোয়ার্ড উমেলা মারমা।
দলে জায়গা পাওয়া বিদ্রোহী খেলোয়াড়রা হলেন- রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্ডা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও মোসাম্মৎ সাগরিকা।







