চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডেটা খরচ কমে পেছন থেকে অষ্টম বাংলাদেশ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসিম পারভেজ বলেছেন পৃথিবীর ১৯০টি  দেশের মধ্যে ডেটার খরচ কমের দিক দিয়ে পেছন থেকে অষ্টম বাংলাদেশ। তবে ইন্টারনেট মূল্য ফ্রি করে দেয়া হলে এর অপচয় হবে।

দুই দিনের ওয়াই আইজিএফ ২০২২ উপলক্ষে সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম পারভেজ বলেন, বিটিআরসি এখন ফেসিলেটর হিসেবে কাজ করছে। ইন্টারনেটকে ছড়িয়ে দিতে পলিসি তৈরির পাশাপাশি দেশের তরুণদের জন্য বেশি কিছু করতে আলোর দিকে এগিয়ে এসেছে। বিডি সিগ, ইয়্যুথ আজিএফ, ওমেন আইজিএফ ও কিডস আইজিএফ এর সঙ্গে অনেক দূর এগিয়ে দিতে চাই।

তিনি আরও বলেন, আমাদের এনইআইআর এর মতো উদ্ভাবনী সল্যুশন নিয়ে এখন নেপাল ও পাকিস্তান আগ্রহ প্রকাশ করেছে। এছাড়াও ২০২৫ সালের মধ্যে ব্রডব্যান্ড খরচ মাথাপিছু আয়ের ২ শাতংশের নিচে রাখতে ইউএন ব্রডব্যান্ড কমিশন যে লক্ষ্যমাত্রা বেধে দিয়েছিলো আমরা তা করতে সক্ষম হয়েছি। এক দেশ এক রেট বাস্তবায়নে শহর-গ্রামের বৈষম্য দূর করেছি।