চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যাদের নিয়ে ফাইনালে নেমেছেন জ্যোতি-সালমারা

থাইল্যান্ডকে হারিয়ে দুদিন আগেই মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের টিকিট কেটে ফেলেছে বাংলাদেশ। এবার লক্ষ্য আয়ারল্যান্ডকে হারিয়ে বাছাইয়ের সেরা হওয়া। সেই পথে মরুর বুকে টসে জিতে ব্যাটিং নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ফাইনালের প্রতিপক্ষ আয়ারল্যান্ডকে অবশ্য টুর্নামেন্টের প্রথম ম্যাচেই হারিয়েছিল লাল-সবুজের দলটি। অধিনায়ক নিগার সুলতানার ফিফটিতে ভর করে সেদিন ১৪ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

গ্রুপে পরের দুই ম্যাচে স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে সহজেই হারিয়ে প্লে-অফ নিশ্চিত করে লাল-সবুজের মেয়েরা। বিশ্বকাপ নিশ্চিতের ম্যাচে অবশ্য নিগারদের শক্ত পরীক্ষা নিয়েছে থাইল্যান্ড। শেষে হাসি হেসেছে নিগার সুলতানার দলই। ১১ রানে প্লে-অফ জিতে সাউথ আফ্রিকার টিকিট কাটে টাইগ্রেস দল।

বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), সালমা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, রিতু মনি, ফারজানা হক, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, সোহেলি আক্তার, সোবহানা মোস্তারি, সানজিদা আক্তার মেঘলা।