চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ফুটবল বিশ্বকাপের মাঝেও মিরপুরে চিরচেনা উন্মাদনা

বিশ্বকাপ ফুটবল উন্মাদনার মাঝে বাংলাদেশ সফরে এসেছে ভারত। রোববার মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে অন্যান্য সময়ের মতোই দর্শক উন্মাদনা চোখে পড়ছে।

রাত জেগে ফুটবল উপভোগ করে একটু বেলা করে বাংলাদেশ ক্রিকেট দলকে সমর্থন যোগাতে মাঠে এসেছেন জাহিদ। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ৭ বছর পর দেশের মাটিতে সিরিজ, এটা কোনোভাবেই মিস করা যাবে না। প্রিয় দল আর্জেন্টিনার খেলা দেখে এবার নিজের দেশকে সাপোর্ট দিতে এসেছি। আশা করছি ভারতকে আমরা হারাতে পারবো।’

বাংলাদেশ-ভারত ওয়ানডে শুরু হয়েছে ১২টায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দর্শক। ফুটবল বিশ্বকাপের মাঝে হওয়াতে এই সিরিজ নিয়ে দর্শক ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আগ্রহ নিয়ে শঙ্কা ছিল।

তবে সব শঙ্কা উড়িয়ে স্বাভাবিক সময়ের মতোই উন্মাদনা দেখা যাচ্ছে ‘হোম অব ক্রিকেট’ মিরপুরে। সিরিজের টাইটেল স্পন্সর স্বত্ব বিক্রি হয়েছে প্রত্যাশিত দামে। টিকিট নিয়ে হাহাহার স্টেডিয়াম এলাকায়।

বাংলাদেশ-ভারত সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে ভারতীয় প্রতিষ্ঠান টয়াম স্পোর্টস লিমিডেট। পাওয়ার্ড বাই বা সহযোগী স্পন্সর হিসেবে আছে দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটন।

টাইটেল ও গ্রাউন্ড রাইটস হোল্ডার ইমপ্রেস-মাত্রা কনসোর্টিয়াম এর কাছ থেকে সিরিজটি পায় টুয়েন্টিসেভেনথ স্পোর্টস। তাদের মাধ্যমে টয়াম স্পোর্টস নেয় টাইটেল স্পন্সরশিপ। এর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে প্রথমবার যুক্ত হওয়ায় বিদেশি কোম্পানিটির।