সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) আয়োজিত ফুটসাল চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে খালি হাতে ফিরেছে ছেলেদের বাংলাদেশ জাতীয় ফুটসাল দল। সাত দেশ নিয়ে আয়োজিত আসরে ছেলেরা পঞ্চম হয়েছে। ছয় ম্যাচের মধ্যে বাংলাদেশ জিতেছে মাত্র দুটিতে। বিপরীতে মেয়েদের দল প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে বাজিমাত করেছে।
থাইল্যান্ডে হওয়া আসর শেষে মঙ্গলবার দেশে ফিরেছে ফুটসাল দল। সন্ধ্যায় কোচ সাঈদ খোদারাহমিসহ খেলোয়াড়দের বিমানবন্দরে স্বাগত জানান বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম।
ভারতের সাথে ৪-৪ গোলের ড্র দিয়ে শুরু হওয়া আসরে বাংলাদেশ প্রতিপক্ষকে দিয়েছে মোট ১৬ গোল। বিপরীতে রাহবার খানের দল গোল হজম করেছে ২১টি। আসরে বাংলাদেশ জয় তুলেছে ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে।
আসরে তৃতীয় সর্বোচ্চ ৫টি করে গোল করেছেন বাংলাদেশের মঈন আহমেদ ও অধিনায়ক রাহবার খান। ২টি করে গোল করেছেন ফায়েদ আজিম ও কাজী ইব্রাহিম আহমেদ। একটি করে গোল করেছেন আবির হোসেন, ফয়সাল হোসেন ও তাজওয়ার বিন কাশেম।







