
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে তামিম ইকবাল বাংলাদেশ। দীর্ঘদিন পর ওয়ানডেতে ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। গত আগস্টে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছিলেন তিনি।
বুধবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি দ্বিতীয় দফায় টাইগারদের কোচ হয়ে আসা চণ্ডিকা হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট। ইংলিশদের হারাতে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছেন লঙ্কান কোচ।
তিন পেসার ও দুই স্পিনার নিয়ে দল সাজিয়েছে সফরকারী দল। জশ বাটলারের দলে আছেন জফরা আর্চার, আদিল রশিদ ও মঈন আলী।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হাসান শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, মঈন আলী, জফরা আর্চার, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, জেমস ভিন্স, ক্রিস ওকস, মার্ক উড।