অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপের সুপার সিক্সে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে ইংলিশদের বিরুদ্ধে ব্যাটিং নেমে বিপর্যয়ে পড়ে টাইগার যুবারা। মিডল অর্ডারের কোন ব্যাটার এ দিন তেমন সুবিধা করতে পারেননি। ওপেনিংয়েও প্রভাব ছিল না তেমন ব্যাটারদের।
জিম্বাবুয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক আজিজুল হাকিম। নির্ধারিত ৫০ ওভারের আগেই গুটিয়ে যায় বাংলাদেশ। ৩৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করতে পারে লাল-সবুজের প্রতিনিধিরা।
ওপেনিংয়ে নেমে ৬ রান করে ফিরেন জাওয়াদ আবরার। আরেক ওপেনার রিফাত বেগ করেন ৩৬ রান, যেটি ছিল দলের সর্বোচ্চ। আজিজুল ২০, কালাম সিদ্দিকি ১০, রিজান হোসেন ৯, মোহাম্মদ আব্দুল্লাহ ২৫, সাহারিয়ার আহমেদ ১৮ রান করেন।
ইংল্যান্ডের হয়ে সেবাস্তিয়ান মর্গান ৩টি, রালফি আলবার্ট, ম্যানি লামসডেন ২টি করে উইকেট নেন। এছাড়া অ্যালেক্স গ্রিন, ফারহান আহমেদ এবং জেমস মিন্টো একটি করে উইকেট নেন।








