এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ওয়ানডে ক্রিকেটে নিজেদের চেনাছন্দে নেই বাংলাদেশ। সবশেষ চার সিরিজের হার। এরমধ্যে আফগানিস্তানের সঙ্গেই দুবার। সদ্যগত আফগান সিরিজে তো আমিরাত থেকে হোয়াইটওয়াশ হয়ে ফিরেছ টিম টাইগার্স। ফেরার পথে বিমানবন্দরে অন্যরকম এক অভিজ্ঞতারও মুখোমুখি হয়েছেন ক্রিকেটাররা, দুয়োধ্বনি শুনতে হয়েছে তাদের। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যেম আবেগী এক পোস্ট লিখেছেন ব্যাটার নাঈম শেখ।
বুধবার রাতে দেশে ফিরে বাংলাদেশ দলকে পড়তে হয়েছে সমর্থকদের তোপের মুখে। ‘ভুয়া-ভুয়া’ বলে সমর্থকদের কেউ কেউ তাসকিন আহমেদ, নাঈম শেখের গাড়ির দিকেও তেড়ে গেছেন। যা নিয়ে চলছে নান আলোচনা-সমালোচনা।
বিমানবন্দরে হেনস্তা হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে নাইম শেখ লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমরা যারা মাঠে নামি, আমরা শুধু খেলি না- আমরা দেশের নামটা বুকে নিয়ে নামি। লাল-সবুজ পতাকাটা শুধু শরীরে নয়, রক্তে মিশে থাকে। প্রতিটা বল, প্রতিটা রান, প্রতিটা শ্বাসে চেষ্টা করি সেই পতাকাটাকে গর্বিত করতে।’
‘হ্যাঁ, কখনো পারি, কখনো পারি না। জয় আসে, পরাজয়ও আসে— এটাই খেলাধুলার বাস্তবতা। জানি, আমরা যখন হেরে যাই, তখন আপনাদের কষ্ট হয়, রাগ হয়— কারণ আপনারাও এই দেশটাকে আমাদের মতোই ভালোবাসেন।’
‘কিন্তু আজ যেভাবে আমাদের প্রতি ঘৃণা, গাড়ীতে আক্রমণ করা হয়েছে, তা সত্যিই কষ্ট দেয়। আমরা মানুষ, ভুল করি, কিন্তু কখনো দেশের প্রতি ভালোবাসা-চেষ্টার ঘাটতি রাখি না। প্রতিটা মুহূর্তে চেষ্টা করি দেশের জন্য, মানুষের জন্য, আপনাদের মুখে হাসি ফোটাতে।’
‘ভালোবাসা চাই, ঘৃণা নয়। সমালোচনা হোক যুক্তিতে, রাগে নয়। কারণ আমরা সবাই একই পতাকার সন্তান। জয় হোক, পরাজয় হোক- লাল-সবুজ যেন আমাদের সবার গর্ব থাকে, ক্ষোভের নয়। আমরা লড়বো, আবার উঠবো- দেশের জন্য, আপনাদের জন্য, এই পতাকার জন্য। ইন শা আল্লাহ।’
ওয়ানডেতে সবশেষ ১২ ম্যাচের মধ্যে শুধু একটাতে জিততে পেরেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রথম থেকে শেষ ম্যাচ পর্যন্ত ক্রমাবনতি হয়েছে। ২২১, ১০৯, ৯৩ স্কোরবোর্ডই বলে দিচ্ছে মিরাজের নেতৃত্বাধীন বাংলাদেশের ওয়ানডেতে পারফরম্যান্সটা ধূসর।
দেশে ফিরে বিশ্রামের সুযোগ নেই ক্রিকেটারদের। আগামী ১৮, ২১ ও ২৩ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে টিম টাইগার্স। ওয়ানডের ভেন্যু মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। প্রত্যেক ম্যাচই শুরু হবে বেলা দেড়টায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে ক্যারিবীয়দের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।








