শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর, পাকিস্তানকেও একই ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর নেদারল্যান্ডসকে ২-০তে হারানোর পর আফগানিস্তানকে ৩-০তে হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স। টি-টুয়েন্টিতে টানা ৪ সিরিজ জয়ের পর চট্টগ্রামে জয় যাত্রা আগেই থেমেছিল বাংলাদেশের। তবে ঘরের মাঠে ক্যারিবীদের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে পারেনি লিটন দাসের দল। শেষ টি-টুয়েন্টিতে হার দেখেছে ৫ উইকেটে। ম্যাচের খুঁটিনাটি দেখে নিন এক নজরে…
২১.৩১
৫ উইকেটের জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল উইন্ডিজ
২১.২৯
৫ উইকেটে জিতল উইন্ডিজ
সংক্ষিপ্ত স্কোর:
টস- বাংলাদেশ (ব্যাটিং)
বাংলাদেশ-১৫১/১০ (২০)
তানজিদ-৮৯ (৬২) , সাইফ-২৩ (২২)
শেফার্ড-৩/৩৬, পিয়েরে-২/২৩, হোল্ডার-২/৩২
ওয়েস্ট ইন্ডিজ-১৫২/৫ (১৬.৫)
অগাস্তে-৫০ (২৫), চেজ-৫০ (২৯), আমির-২৩ (২৩)
রিশাদ-৩/৪৩, শেখ মেহেদী-১/১৮, নাসুম-১/২৯
২১.১৯
রিশাদের জোড়া উইকেট
ফিফটি করার পর ফিরেছেন রোস্টন চেজ (২৯ বলে ৫০) ও আকিম অগাস্তে (২৫ বলে ৫০)। ১৬তম ওভারে দুজনেই রিশাদের শিকার হয়েছেন।
২০.৫৩
স্ট্রেচারে মাঠ ছাড়লেন নুরুল
পানি পানের বিরতি শেষে এগারতম ওভারের খেলা শুরু হওয়ার এক বল পরই মাটিতে শুয়ে পড়তে দেখা যায় তাকে। ব্যথায় কাতরাচ্ছিলেন। দাঁড়াতেও পারছিলেন না। প্রথমে লিটন–জাকেররা, এরপর ফিজিও মাঠে আসেন। শেষঅবধি স্ট্রেচার এনে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে।
২০.৪৫
১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের- ৭৭/৩
আকিম অগাস্তে ও রোস্টন চেজ দুজনেই ১৭ রানে ব্যাট করছেন।
২০.৩২
জাঙ্গোকে ফেরালেন রিশাদ
নিজের প্রথম ওভারেই সাফল্য ফেলেন রিশাদ হোসেন। ৭.৩ ওভারে আমির জাঙ্গোকে লেগবিফোরের ফাঁদের ফেলেন। রিভিউ নিয়েও লাভ হয়নি। ৫২ রানে ৩ উইকেট হারাল উইন্ডিজ। ৫ চার ও ১ ছক্কায় ২৩ বলে ৩৪ রান করেন জাঙ্গো।
২০.২৫
পাওয়ার প্লেতে উইন্ডিজের ৩৭/২
জাঙ্গো ২৭ রানে ব্যাট করেছেন। তাকে সঙ্গ দিচ্ছেন রোস্টন চেজ
২০.২২
কিংকে বোল্ড করলেন নাসুম
প্রথম ওভারে এসে নিজের চতুর্থ বলেই উইকেট পেলেন নাসুম আহমেদ। ৭ বলে ৮ রান করা ব্রেন্ডন কিংকে বোল্ড করলেন টাইগার স্পিনার। ৩৭ রানে দ্বিতীয় উইকেট হারাল উইন্ডিজ।
২০.২০
খরুচে তাসকিন
পঞ্চম ওভারে প্রথমবার বলে আসেন তাসকিন। এই ওভারে তিনটি চার ও এক ছক্কায় ১৮ রান আদায় করেছেন দুবার জীবন পাওয়া জাঙ্গো।
২০.১৩
জাঙ্গোর ক্যাচ ছাড়লেন হৃদয়
চতুর্থ ওভারে তৃতীয় বলে উপরে তুলে দেন আমির জাঙ্গো। মিড অফ বল তালুবন্দি করতে ব্যর্থ হন হৃদয়।
২০.১১
প্রথম সাফল্য এনে দিলেন মেহেদী
২.৫ ওভারে শেখ মেহেদীর বলে এগিয়ে খেলতে চেয়েছিলেন আলিক আথানজে। বল মিস করেন। উইকেটরক্ষক লিটন স্টাম্প ভাঙতে ভুল করেননি। ৬ রানে প্রথম সাফল্যের দেখা পেল বাংলাদেশ।
২০.০৭
ক্যাচ ফেললেন সাইফ
দ্বিতীয় ওভারের প্রথম বলেই উইকেট পেতে পারত বাংলাদেশ। শরিফুলের অফ স্টাম্পের বাইরের বল আমির জাঙ্গোর ব্যাট ছুঁয়ে প্রথম স্লিপে যায়। সেখানে দাঁড়ানো সাইফ ছিলেন অপ্রস্তুত। হাত দিয়ে বল ঠেকানোর চেষ্টায় দেখা গেছে তাকে। শুরুতেই সুযোগ হারাল বাংলাদেশ।
১৯.৪৮
তামিমের ৮৯, শেফার্ডের হ্যাটট্রিক, বাংলাদেশের সংগ্রহ ১৫১
১৯.৪৬
উইন্ডিজকে ১৫১ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর:
টস- বাংলাদেশ (ব্যাটিং)
বাংলাদেশ-১৫১/১০ (২০)
তানজিদ-৮৯ (৬২) , সাইফ-২৩ (২২)
শেফার্ড-৩/৩৬, পিয়েরে-২/২৩, হোল্ডার-২/৩২
১৯.৪২
শেফার্ডের হ্যাটট্রিক
১৭তম ওভারের শেষ বলে সোহানকে ফেরান রোমারিও শেফার্ড। এরপর শেষ ওভারের প্রথম দুবলে তানজিদ ও শরিফুলকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ক্যারিবীয় পেসার। দ্বিতীয় উইন্ডিজ বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে হ্যাটট্রিক করলেন শেফার্ড। তার আগে এই কীর্তি ছিল জেসন হোল্ডারের।
১৯.৪০
তানজিদ ফিরলেন
১৯.১ ওভারে শেফার্ডের বলে হোল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন তানজিদ তামিম। ৯ চার ও ৪ ছক্কায় ৬২ বলে ৮৯ রান করেন।
১৯.৩৮
জাকের ফিরলেন
১৯তম ওভারের শেষ বলে হোল্ডারের বলে এলবিডব্লিউ হয়েছেন জাকের আলি অনিক। রিভিউ নিয়েও লাভ হয়নি। ৩ বলে ৫ রান করেন।
১৯.৩১
নাসুম ফিরলেন
১৮তম ওভারের শেষ বলে আকিলের বলে লংঅনে পাওয়েলের হাতে ধরা পড়েন নাসুম। ৩ বলে ১ রান করেন।
১৯.২৬
সোহান আসলেন আর গেলেন
১৭তম ওভারের শেষ বলে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। লংঅনে শেফার্ডের বলে পাওয়েলের হাতে ক্যাচ দিয়েছেন। ৩ বলে ১ রান করেন।
১৯.২০
রিশাদ ফিরলেন
১১৮ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। খ্যারি পিয়েরের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন রিশাদ। ৩ বলে ৩ রা করেন।
১৯.১৩
সাইফকে ফেরালেন হোল্ডার
হোল্ডারের আগের বলেই ছক্কা হাঁকান সাইফ। পরের বলে পুল করতে চেয়েছিলেন। বল উঠে যায় উপরে। আকিম আগুস্তের হাতে ধরা পড়েন। ২ ছক্কায় ২২ বলে ২৩ রান করেন।
১৯.১১
বাংলাদেশের ১০০/২
১৪.২ ওভারে দলীয় শতক পূর্ণ করেছে বাংলাদেশ। তানজিদ ৬৫ রানে এবং সাইফ ২৩ রানে ব্যাট করছেন।
১৮.৫৬
তৃতীয়বার জীবন পেলেন তানজিদ
১১.২ ওভারে গুডাকেশ মোতির বলে লংঅনে বল তুলে দেন তানজিদ। সেখানে রোভম্যান পাওয়েল থাকলেও ক্যাচ ধরতে পারেননি। ৫৯ রানে তৃতীয়বার জীবন পেলেন তানজিদ।
১৮.৫১
তানজিদের ফিফটি
এক হাজারে ক্লাবে পৌঁছানোর পর এবার ক্যারিয়ারের দশম ফিফটির দেখা পেলেন তানজিদ তামিম। ৩৬ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ৭টি চার ও ২ ছক্কার মার। টি-টুয়েন্টিতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে তারচেয়ে বেশি ফিফটি করেছেন কেবল দুজন। লিটন দাস ১৫ এবং সাকিব আল হাসান ১৩টি।
১৮.৪৪
এক হাজারের ক্লাবে তানজিদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩ রান লাগতো টি-টুয়েন্টিতে এক হাজারের ক্লাবে পৌঁছাতে তানজিদের। ৪২তম ইনিংসে এসে মাইলফলকে পৌঁছালেন টাইগার ওপেনার। ৯.৫ ওভারে পিয়েরেকে ছক্কা হাঁকিয়ে হাজার রান পূর্ণ করেন তানজিদ। এখন পর্যন্ত ৯টি টি-টুয়েন্টি ফিফটি করেছেন তিনি।

১৮.৪০
বাংলাদেশের ৫০
নবম ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলীয় ফিফটি পূর্ণ করেন করেন সাইফ হাসান। ৯ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ-৫৫/২
তানজিদ ৩০ রানে এবং সাইফ ৯ রানে ব্যাট করছেন।
১৮.৩৪
লিটনকে ফেরালেন পিয়েরে
অষ্টম ওভারের তৃতীয় বলে ৪৪ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। খ্যারি পিয়েরে বলে ডিপ মিডউইকেটে মোতির হাতে ক্যাচ দিয়েছেন লিটন। ৯ বলে ৬ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
১৮.২৯
পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহ- ৪০/১
তানজিদ ২৬ রানে এবং লিটন ৫ রানে ব্যাট করছেন।
১৮.২৩
রিভিউ নিয়ে বাঁচলেন তানজিদ
পঞ্চম ওভারের তৃতীয় বলে হোল্ডারের ডেলিভারিতে পরাস্ত হন তানজিদ। ক্যারিবীয়দের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন তানজিদ। পরে দেখা যায় বলের ইমপ্যাক্ট ছিল লেগস্টাম্পের বাইরে। ১৮ রানে দ্বিতীয়বার জীবন পেলেন তানজিদ।
১৮.১৫
ইমনকে ফেরালেন চেজ
চতুর্থ ওভারের প্রথম বলে উদ্বোধনী জুটি ভাঙলেন রোস্টন চেজ। শর্ট থার্ডে গুডাকেশ মোতির ক্যাচ বানিয়ে ফেরালেন পারভেজ হোসেন ইমনকে। ১০ বলে ৯ রান করেন বাংলাদেশ ওপেনার।
১৮.১৩
তানজিদের ক্যাচ ছাড়লেন হোল্ডার
২.৪ ওভারে শেফার্ডের বলে মিড-অফে ক্যাচ দেন তানজিদ। কিছুটা নিচু হওয়াতে বল তালুবন্দি করতে ব্যর্থ হন জেসন হোল্ডার। ১২ রানে জীবন পেলেন টাইগার ওপেনার।
১৮.০৩
প্রথম বলেই রিভিউ নষ্ট করল ওয়েস্ট ইন্ডিজ
জেসন হোল্ডারের প্রথম বলে পরাস্ত হন তানজিদ তামিম। ক্যারিবীয়দের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। পরে রিভিউ নেয় সফরকারী দল। দেখা যায় বলের ইম্প্যাক্ট ছিল লেগস্টাম্পের বাইরে। রিভিউ নষ্ট করে উইন্ডিজ।
১৭.৩৮
ওয়েস্ট ইন্ডিজ একাদশে তিন পরিবর্তন, ভারপ্রাপ্ত অধিনায়ক রোস্টন চেজ
নিয়মিত অধিনায়ক সাই হোপ তৃতীয় টি-টুয়েন্টিতে খেলছেন না। তার পরিবর্তে নেতৃত্ব দেবেন রোস্টন চেজ। হোপের পাশাপাশি খেলছেন না শেরফান রাদারফোর্ড ও জাডেন সিলেস। সুযোগ পেয়েছেন আমির জাঙ্গো, আকিম অগাস্তে ও গুডাকেশ মোতি।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: আলিক আথানাজে, ব্রেন্ডন কিং, রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, আকিল হোসেইন, খ্যারি পিয়েরে, রোমারিও শেফার্ড, রোস্টন চেজ (অধিনায়ক), আমির জাঙ্গো, আকিম অগাস্তে ও গুডাকেশ মোতি।
১৭.৩৫
বাংলাদেশের একাদশে চার পরিবর্তন
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে চার পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। ফিরেছেন শেখ মেহেদী, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম। বাদ পড়েছেন তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম।
১৭.৩২
টসে জিতে আগে ব্যাটিং করবে বাংলাদেশ
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।







