আয়ারল্যান্ডের বিপক্ষে যেন ব্যাটিং ভুলে বসেছিল বাংলাদেশ। লড়াইটা একাই করেছেন তাওহীদ হৃদয়। ৮৩ রানের অপরাজিত ইনিংস খেললেও অন্যদের ব্যর্থতায় হার এড়াতে পারেনি টিম টাইগার্স। ৩৯ রানে আইরিশদের বিপক্ষে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে গেল বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের খুঁটিনাটি দেখে নিন এক নজরে…
২১.৪৭
৩৯ রানে জিতে ১-০তে সিরিজে এগিয়ে গেল আয়ারল্যান্ড
বিবর্ণ ব্যাটিংয়ের দিনে শুধু হৃদয় লড়লেন, সিরিজে পিছিয়ে শুরু বাংলাদেশের
২১.৪৭
বাংলাদেশকে ৩৯ রানে হারাল আয়ারল্যান্ড
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ফিল্ডিং)
আয়ারল্যান্ড-১৮১/৪ (২০)
হ্যারি টেক্টর-৬৯* (৪৫), টিম টেক্টর-৩২ (১৯), কার্টিস ক্যাম্ফের-২৪ (১৭), পল স্টার্লিং-২১ (১৮)
তানজিম সাকিব-২/৪১, রিশাদ-১/৩৪, শরিফুল-১/৪২
বাংলাদেশ- ১৪২/৯ (২০)
হৃদয়-৮৩* (৫০), জাকের-২০ (১৬), শরিফুল-১২ (১৩)
হামফ্রেয়াস-৪/১৩, ম্যাকার্থি-৩/২৩, অ্যাডাইর-২/২০
২১.৩৩
শরিফুল আউট
হৃদয় আর শরিফুল মিলে নবম উইকেটে ৩১ বলে ৪৮ রানের জুটি গড়েন। ম্যাকার্থি তৃতীয় শিকার হন শরিফুল। ১৩ বলে ১২ রান করেন।
২১.১৭
হৃদয়ের ফিফটি
খাদের কিনারায় থেকে ফিফটি করেছেন তাওহীদ হৃদয়। ৩৪ বলে ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ২টি করে চার ও ছক্কার মার। ১৬ ওভারে বাংলাদেশের ৮ উইকেটে ১০০ রান।
২১.০১
নাসুম আসলেন আর গেলেন
৭৪ রানে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। হামফ্রেয়াসের বলে স্টাম্পিং হয়েছেন নাসুম।
২০.৫৬
রিশাদ আউট, বাংলাদেশ-৭৪/৭
হামফ্রেয়াসের তৃতীয় শিকার হলেন রিশাদ। রিভিউ নিয়েও লাভ হয়নি, রানের খাতাও খুলতে পারেননি।
২০.৫১
তানজিম আউট, বাংলাদেশ-৭১/৬
১২.১ ওভারে ৭১ ওভারে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ। ম্যাথিউ হামফ্রেয়াসের বলে হ্যারি টেক্টরের হাতে ক্যাচ দিয়েছেন তানজিম সাকিব। ৬ বলে ৫ রান করেন।
২০.৪৬
জাকের আউট
৪৮ রানের জুটি ভাঙল। জাকেরকে ফেরালেন ম্যাকার্থি। ৬৬ রানে পঞ্চম উইকেট হারাল বাংলাদেশ। ১৬ বলে ২০ রান করেন।
২০.৩৬
বাংলাদেশের ফিফটি
১৮ রানে ৪ উইকেট হারানোর পর জাকের-হৃদয় জুটিতে ৯.১ ওভারে দলীয় ফিফটি করেছে বাংলাদেশ। হৃদয় ২৮ রানে এবং জাকের ৯ রানে ব্যাট করছেন।
২০.২৪
পাওয়ার প্লে-তে বাংলাদেশ ৪ উইকেটে ২০ রান
হৃদয় ৬ রানে এবং জাকের ১ রানে ব্যাট করছেন।
২০.০৭
সাইফ বোল্ড
চট্টগ্রামে ধুঁকছে বাংলাদেশ। ১৮ রানে ৪ উইকেট নেই টাইগারদের। ম্যাকার্থির বলে বোল্ড হয়েছেন সাইফ হাসান। ১৩ বলে ৬ রান করেন।
২০.০৭
ইমন ফিরলেন, বাংলাদেশ-৫/৩
মার্ক অ্যাডাইরের দ্বিতীয় শিকার হলেন পারভেজ হোসেন ইমন। ৫ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। ৬ বলে ১ রান করেন টাইগার ওপেনার।
২০.০১
অ্যাডাইরের উইকেট মেডেন
দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে লিটনকে ফেরান মার্ক অ্যাডাইর। পরের চারটি বলেও কোনো রান দেননি। মেডেন আদায় করে নিয়েছেন। ২ ওভার শেষে বাংলাদেশ ২ উইকেটে ৪ রান।
১৯.৫৬
লিটন আসলেন আর গেলেন
৪ রানে দ্বিতীয় উইকেট নেই বাংলাদেশের। মার্ক অ্যাডাইরের বলে হ্যারি টেক্টরের হাতে ক্যাচ দিয়েছেন লিটন দাস। ৩ বলে ১ রান করেন বাংলাদেশ অধিনায়ক।
১৯.৫২
তানজিদ ফিরলেন
ইনিংসের পঞ্চম বলে উইকেট হারাল বাংলাদেশ। তানজিদ তামিম ফিরেছেন ৫ বলে ২ রান করে টেক্টরের শিকার হয়ে।
১৯.৪২
জিততে ১৮২ রান করতে হবে
১৯.৩৮
বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ফিল্ডিং)
আয়ারল্যান্ড-১৮১/৪ (২০)
হ্যারি টেক্টর-৬৯* (৪৫), টিম টেক্টর-৩২ (১৯), কার্টিস ক্যাম্ফের-২৪ (১৭), পল স্টার্লিং-২১ (১৮)
তানজিম সাকিব-২/৪১, রিশাদ-১/৩৪, শরিফুল-১/৪২
১৯.২৮
টেক্টরের ফিফটি
ক্যারিয়ারের সপ্তম ফিফটির দেখা পেয়েছেন হ্যারি টেক্টর। ৩ ছক্কা ও ১ চারে ৩৬ বলে ফিফটি করেন।
১৯.২৪
ক্যাম্ফেরকে ফেরালেন তানজিম
১৪৯ রানে চতুর্থ উইকেট হারাল আয়ারল্যান্ড। তানজিম সাকিবের বলে আউট হয়েছেন ক্যাম্ফের। ৩ চার ও ১ ছক্কায় ১৭ বলে ২৪ রান করেন।
১৯.০০
টাকারকে ফেরালেন শরিফুল
১২.৩ ওভারে ১০৫ রানে তৃতীয় উইকেট হারাল আয়ারল্যান্ড। শরিফুলের বলে ইমনের হাতে ক্যাচ দেন লোরকান টাকার। ২ চার ও ১ ছক্কায় ১৪ বলে ১৮ রান করেন।
১৮.৫৫
১০০ পেরিয়ে আয়ারল্যান্ড
১১.৫ ওভারে শতরান পেরিয়েছে আইরিশরা। ১২ ওভার শেষে দলটির সংগ্রহ ২ উইকেটে ১০৪ রান। টাকার ১৮ রানে এবং টেক্টর ৩০ রানে ব্যাট করছেন।
১৮.৪৫
১০ ওভারে আয়ারল্যান্ডের- ৭৭/২
হ্যারি টেক্টর ২২ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন ৪ বলে রানে খাতা না খোলা লোরকান টাকার।
১৮.৩৯
টিম টেক্টরকে ফেরালেন রিশাদ
৮.২ ওভারে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন রিশাদ হোসেন। তানজিদ তামিমের ক্যাচ বানিয়ে ফেরালেন টিম টেক্টরকে। ৬ চারে ১৯ বলে ৩২ রান করেন। ৭১ রানে দ্বিতীয় উইকেট হারাল আয়ারল্যান্ড।
১৮.৩২
পাওয়ার প্লে-তে আয়ারল্যান্ডের-৪৮/১
হ্যারি টেক্টর ৭ রানে এবং ২০ রানে ব্যাট করছেন।
১৮.১৯
উদ্বোধনী জুটি ভাঙলেন তানজিম
পঞ্চম ওভারে প্রথমবার বলে এসেই সাফল্য এনে দিলেন তানজিম সাকিব। সাইফ হাসানের ক্যাচ বানিয়ে ফেরালেন স্টার্লিংকে। ৪ চারে ১৮ বলে ২১ রান করেন।
১৮.১৭
উড়ন্ত শুরু আয়ারল্যান্ডের
উদ্বোধনী জুটিতে ভালো শুরু পেয়েছে আয়ারল্যান্ড। ৪ ওভারে ৪০ রান যোগ করেছেন পল স্টার্লিং ও টিম টেক্টর। স্টার্লিং ৪০ রানে এবং টিম ১৯ রানে ব্যাট করছেন।
১৭.৩৭
আয়ারল্যান্ড একাদশ:
পল স্টার্লিং (অধিনায়ক), টিম টেক্টর, হ্যারি টেক্টর, লোরকান টাকার, কার্টিস ক্যাম্ফের, জর্জ ডকরেল, গ্রেথ ডিলানি, মার্ক অ্যাডাইর, ব্যারি ম্যাকার্থি, ম্যাথিউ হামফ্রেয়াস ও জশ লিটল।
১৭.৩৫
বাংলাদেশের একাদশে যারা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টুয়েন্টির একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ, শেখ মেহেদী বাদ পড়েছেন। ফিরেছেন তাওহীদ হৃদয়, রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
১৭.৩১
আগে বল করবে বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
১৭.১৮
লিটনের মন্তব্যের জবাব দিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।
১৭.১৬
সিরিজের প্রথম দুটি টি-টুয়েন্টির স্কোয়াড থেকে বাদ পড়েছেন শামীম হোসেন পাটোয়ারী।







