
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকাসহ পুরো রাজধানী জুড়েই থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর জোরদার নিরাপত্তা ব্যবস্থা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ছাত্র সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় র্যাব-পুরিশসহ গোয়েন্দা পুলিশের কড়া নজরদারি থাকবে এবং সাদা পোশাকে র্যাব-পুলিশের সদস্য মোতায়েন থাকবে বলে জানা গেছে। সেই সঙ্গে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও যানবাহন চলাচলে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
সমাবেশস্থল ও এর আশপাশের এলাকার বাইরেও পুরো রাজধানী জুড়ে থাকছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন থাকবে র্যাব-পুলিশের টহল টিম। সমাবেশ স্থলে আগতদের তল্লাশির মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেওয়া হবে। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কেউ বা কোনো গোষ্ঠি যাতে সমাবেশ স্থলে প্রবেশ করতে না পারে সেজন প্রয়োজনে সন্দেহভাজনদের তল্লাশীর আওতায় আনা হবে। কেউ যাদ কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করে তবে তাকে কঠোর আইনের আওতায় আনতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিনে দেখা গেছে, ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে র্যাব ও পুলিশের টহল টিম মোতায়েন করা হয়েছে। সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের তল্লাশি করে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন সমাবেশস্থলে প্রবেশ করতে না পারে সেজন্য সন্দেহভাজনদের তল্লাশির আওতায় আনা হবে। যে কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করা হলে কঠোর হস্তে তা দমন করবে পুলিশ।
এছাড়া ছাত্র সমাবেশকে কেন্দ্র করে কেউ যাতে সাইবার স্পেসে কোনো গুজব বা রাষ্ট্রীয় ভাবমূর্তি খুন্ন হয় এমন কিছু ছড়াতে না পারে সেজন্য সাইবার স্পেস নজরদারি করবে র্যাব-পুলিশের সাইবার ইউনিটের সদস্যরা।
সোহরাওযার্দী উদ্যান ও আশপাশের এলাকাগুলো নজরদারি করতে ইতোমধ্যে স্থাপন করা হয়েছে পুলিশের একটি অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম। সেখান থেকে পুরো উদ্যান ও আশপাশের এলাকা সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করবে পুলিশ।
বিজ্ঞাপন
সমাবেশ চলাকালীন সময় ডিএমপির গোয়েন্দা পুলিশের সোয়াদ টিম ও ডগস্কোয়াড টিম সার্বক্ষণিক নজরদারিতে মোতায়েন থাকবে। যাতে কোনো প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় সেজন্য সতর্ক অবস্থানে রয়েছে সোয়াদ ও ডগ স্কোয়াড টিম।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যান ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলম ফারুক। তিনি পুরো সোহরাওযার্দী উদ্যান পরিদর্শন করে দেখেন। সেই সঙ্গে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন।
নিরাপত্তার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, ছাত্র সমাবেশ উপলক্ষে সোহারাওয়ার্দী উদ্যান ও এর আশপাশ এলাকায় পুলিশের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার রয়েছে। সমাবেশে ভিভিআইপি ব্যক্তিতের গমনাগমনে ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকেও রোড ডাইভার্শন পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সমাবেশ কে কেন্দ্র করে যাতে কেউ বা কোনো গোষ্ঠি বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য পুলিশ সদস্যরা যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
ডিএমপি রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. আশরাফ হোসেন বলেন, সোহারাওয়ার্দী উদ্যান, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল ও হাইকোর্টসহ আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সমাবেশস্থলে ও বাইরের বিভিন্ন পয়েন্ট সাদা পোশাকেও তৎপর রয়েছে পুলিশ।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সকল ইউনিটের সঙ্গে সমন্বয় করে সমাবেশে র্যাবের নিরাপত্তা ব্যবস্থার রয়েছে। এছাড়াও সাইবার স্পেসে র্যাবের নজরদারি অব্যাহত রয়েছে।
সমাবেশস্থল ও এর আশপাশের এলাকা ছাড়াও পুরো রাজধানীতে আজ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ছাত্রসমাবেশ শেষ না হওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন