সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার আলোচনা চলছিল। জাতীয় দলের কোচ হাভিয়ের ক্যাবরেরা ও বাফুফে চাচ্ছিল ম্যাচ দুটো বাংলাদেশে হোক। দেশের চলমান পরিস্থিতিতে ভুটান আগ্রহ না দেখালে শেষপর্যন্ত তাদের মাঠেই খেলতে যাচ্ছে লাল-সবুজের দল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন বুধবার বিবৃতিতে জানায়, আগামী ৬ ও ৯ সেপ্টেম্বর ভুটানের সঙ্গে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে ৩০ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।
আগামী মার্চে হতে চলা এশিয়ান কাপের বাছাইয়ে এপর্যন্ত বাংলাদেশ ৪ নম্বর পটে আছে। ডিসেম্বরে ড্র হবে। তখনো ৪ নম্বর পটে থাকলে গ্রুপের তিনটি দলই বাংলাদেশের জন্য কঠিন প্রতিপক্ষ হবে। তাই বাংলাদেশ চেয়েছিল ভুটানের সঙ্গে ম্যাচ দুটি খেলে র্যাঙ্কিং বাড়াতে।
কিন্তু ভুটানের মাটিতে ভুটানকে হারানো বেশ কঠিনই হতে পারে বাংলাদেশের জন্য। ভুটানের র্যাঙ্কিং বাংলাদেশের উপরে। ভুটান ১৮২, বাংলাদেশ ১৮৪।








