চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শান্তর ‘অশান্ত হয়ে ওঠা’ ফিফটি

KSRM

টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে পাত্তাই পাচ্ছে না বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশ জার্সিতে অভিষিক্ত হৃদয় ২২ গজে ঝড় তোলা শান্তকে ভালো সঙ্গ দিয়েছেন। তৃতীয় উইকেট জুটিতে ২৮ বলে ৫০ রানের জুটি গড়েন দুজন।

শেষঅবধি তাদের জুটি থামে ৩৯ বলে ৬৫ রানে গিয়ে। হৃদয় ফিরে যান মঈনের বলে, করে যান ১৭ বলে ২৪ রান। তিনে নামা শান্ত ২৭ বলে ফিফটি তুলে নেন। ইনিংসকে লম্বা করতে পারেননি যদিও। উডের বলে ফিরে গেছেন, করেছেন ৩০ বলে ঝড়ো ৫১ রান।

Bkash July

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১২৩ রান। অধিনায়ক সাকিব ৮ বলে ৯ ও আফিফ হোসেন ৪ বলে ৫ রানে ব্যাট করছেন। জয়ের জন্য প্রয়োজন ৩৭ বলে ৩৪ রান।

এরআগে ইংল্যান্ড টসে হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। বাটলার ও সল্ট ওপেনিংয়ে ভালো শুরু করলেও শেষদিকে রানের চাকা সচল রাখতে পারেনি থ্রি লায়ন্সরা।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View