চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

স্কোয়াডে লেগ স্পিনার রাখতে চেয়েছিল বাংলাদেশ

টি-টুয়েন্টি সংস্করণে রাজত্ব করছেন লেগ স্পিনাররা। বড় আসরে তাদের দাপট বৃষ্টি দৃষ্টিগোচর হয়। গত টি-টুয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে চারজনই ছিলেন লেগ স্পিনার-শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা, ইংল্যান্ডের আদিল রশিদ ও পাকিস্তানের শাদাব খান।

গত বিশ্বকাপে স্কোয়াডে লেগ স্পিনার না রাখার মাশুল দিতে হয়েছিল বাংলাদেশকে। প্রশ্ন উঠেছিল আমিনুল ইসলাম বিপ্লবকে কেন রাখা হলো না দলে। বিশ্বকাপের পরও অবশ্য তরুণ লেগিকে জাতীয় দলে আর ডাকা হয়নি।

আরেকটি টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপের দল গঠনের সময় লেগ স্পিনার নিয়ে আলোচনা হয়েছিল বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি জানান তাদের ভাবনায় যে দুজন লেগ স্পিনার আছেন তাদের একজন চোটে পড়েছেন, আরেকজন বোলিং অ্যাকশন পরিবর্তন করায় এ মুহূর্তে খেলার জন্য প্রস্তুত নেন।

আমিনুল ও রিশাদ হোসেন বিসিবির কার্যক্রমে রয়েছেন। তাদের ছাড়াও আরও তরুণদের দিকেও চোখ রাখা হচ্ছে বলে জানান নাজমুল হাসান, ‘লেগ স্পিনার আমাদের নেই। এটাতে আমরা আপনাদের সঙ্গে শতভাগ একমত। এটা নিয়ে আমরা অনেক চেষ্টা করছি। এ মুহুর্তে আমরা লেগ স্পিনার স্কোয়াডে চেয়েছিলাম। যে দুজন আমাদের শর্ট লিস্টে ছিল তাদের একজন চোটে পড়েছে। আরেকজন বোলিং অ্যাকশন পরিবর্তন করায় সমস্যা হচ্ছে। সেজন্য এ মুহুর্তে আমরা পাচ্ছি না। কিন্তু এটা নিয়ে কাজ চলমান রয়েছে। এমনকি ছোট বাচ্চা, যাদের নিয়ে চিন্তা করার কথা না বোর্ডের তাদের নিয়েও চিন্তা-ভাবনা রয়েছে। কী করলে ওদের উন্নতি হবে সেটি নিয়ে।’