এই খবরটি পডকাস্টে শুনুনঃ
শিক্ষার্থীদের আন্দোলন ও বহিরাগতদের হামলার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আগামীকাল সোমবার ১ সেপ্টেম্বর সকাল ৯ টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে বহিরাগতরা। হামলায় এক নারী শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়েছে।
রোববার ৩১ আগস্ট দুপুর ১টা থেকে বাকৃবি উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। এর মাঝেই রাত ৮টার দিকে লাঠিসোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা।
এ সময় কেন্দ্রীয় লাইব্রেরীতে ব্যাপক ভাঙচুর, চালালে পেছনের দরজা দিয়ে নিরাপদে সরে গেছেন শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে অবরুদ্ধ শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তারা।
একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের প্রতিবাদে সভাস্থলে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বহিরাগতদের হামলা চলাকালে শিক্ষার্থীরা কেন্দ্রীয় লাইব্রেরিতে আশ্রয় নিলে সেখানেও হামলা ও ভাঙচুর করা হয়।








