উদ্বোধনী জুটিতে ১০৯ রান, এরপর ১১৮ রানে নেই ৬ উইকেট। তাতে জয়ের পথটা কঠিন হয়ে দাঁড়ায় বাংলাদেশের সামনে। অবশ্য সোহান ও রিশাদের ১৮ বলে ৩৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে আফগানিস্তানের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে টিম টাইগার্স। ম্যাচের খুঁটিনাটি দেখে নিন লাইভ ব্লগে…
০০.১১
৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজে ১-০তে এগিয়ে গেল টিম টাইগার্স
০০.০৯
৪ উইকেটে জিতল বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোর
টস- আফগানিস্তান (ব্যাটিং)
আফগানিস্তান-১৫১/৯ (২০)
গুরবাজ-৪০ (৩১), নবি-৩৮ (২৫), ওমরজাই-১৮ (১৮), আশরাফ-১৭* (১২)
রিশাদ-২/৩৩, তানজিম-২/৩৪, নাসুম-১/১৮
বাংলাদেশ-১৫৩/৩
ইমন-৫৪ (৩৭), তানজিদ-৫১ (৩৭), সোহান-২৩* (১৩), রিশাদ-১৪* (৯)
রশিদ খান-৪/১৮, নূর আহমেদ-১/২১, ফরিদ-১/২৬
০০.০৭
ওমরজাইয়ের ৪ বলে ১৭ রান, ৪ উইকেটে জয় বাংলাদেশের
জিততে ১২ বলে ১৬ রান লাগতো বাংলাদেশের। ১৯তম ওভারে বলে আসেন ওমরজাই। প্রথম দুই বলে ছক্কা হাঁকান সোহান। তৃতীয় সিঙ্গেল নেন। চতুর্থ বলে ৪ মেরে জয় নিশ্চিত করেন রিশাদ।
২৩.৫১
উইকেটের মিছিল চলছেই, এবার ফিরলেন তানজিম
১০৯/০ থেকে ১১৮/৬, ৯ রান যোগ করতেই ৬ উইকেট হারাল বাংলাদেশ। উইকেটের মিছিলে সবশেষ সংযোজন তানজিম সাকিব। রানের খাতা খোলার আগেই ফিরলেন এলবিডব্লিউ হয়ে।
২৩.৪৫
রশিদের চতুর্থ শিকার হলেন শামীম
বাংলাদেশের ব্যাটিং লাইআপে ধস নামিয়েছেন রশিদ খান। শামীমকে লেগবিফোরের ফাঁদে পেলে নিজের চতুর্থ শিকার তুলে নিলেন আফগান অধিনায়ক। ৮ রানের মধ্যে ৫ উইকেট হারাল বাংলাদেশ।
২৩.৪২
আম্পায়ার্স কলে ফিরলেন জাকের
১১৬ রানে চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। জাকের ফিরলেন রশিদ খানের তৃতীয় শিকার হয়ে। এলবিডব্লিউ হলে রিভিউ নেন জাকের। তবে ইমপ্যাক্ট আম্পায়ার্স কলে ফিরে যান। ৭ বলে ৬ রান করেন।
২৩.৩৫
তানজিদও ফিরলেন
২ রানের মধ্যে তিন ব্যাটারকে হারাল বাংলাদেশ। ইমন ও সাইফের পর সেই তালিকায় যুক্ত হলেন তানজিদ। রশিদ খানের বলে ইসহাকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরলেন টাইগার ওপেনার। ৩টি করে চার ও ছক্কায় ৩৭ বলে ৫১ রান করেন। ১১১ রানে ৩ উইকেট নেই বাংলাদেশের। ১৩তম ওভারে রশিদ খান ফেরান সাইফ ও তানজিদকে।
২৩.৩২
সাইফ ফিরলেন রানের খাতা খোলার আগে
রশিদ খানের বলে পরাস্ত হন সাইফ হাসান। আফগানদের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় তারা। পরে এলবিডব্লিউ হয়ে ফিরে যান সাইফ। ১১০ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
২৩.২৬
শতরানের জুটি ভাঙলেন নূর
১০৯ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। নূর আহমেদের বলে পরাস্ত হন ইমন। আফগানদের আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেয় তারা। পরে এলবিডব্লিউ হয়ে ফিরে যান ইমন। ৪টি চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫৪ রান করেন।
২৩.২৩
তানজিদের ফিফটি
৩৩ বলে ফিফটি করেছেন তানজিদ তামিম। ছিল তিনটি করে চার ও ছক্কার মার। টাইগার ওপেনারের অষ্টম টি-টুয়েন্টি ফিফটি এটি।
২৩.২১
ইমনের ফিফটি, একশ পেরিয়ে বাংলাদেশ
৩৫ বলে ফিফটি করেছেন ইমন। ছিল ৩টি করে চার ও ছক্কার মার। টাইগার ওপেনারের তৃতীয় ফিফটি এটি।
১১ ওভারে বাংলাদেশের ১০৪ রান। ইমন ৫০ এবং তানজিদ ৪৯ রানে ব্যাট করছেন।
২৩.১৫
১০ ওভারে বাংলাদেশের ৯৫
উদ্বোধনী জুটিতে ৬০ বলে ৯৫ রান তুলে ছুটছে বাংলাদেশ। ইমন ৩৩ বলে ৪৮ রানে এবং তানজিদ ২৮ বলে ৪২ রানে ব্যাট করছেন।
২২.৫৮
পাওয়ার প্লেতে বাংলাদেশের ৫০
কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে ৫০ রান তুলেছে বাংলাদেশ। ইমন ২৪ বলে ৩৩ রানে এবং তানজিদ ১২ বলে ১৭ রানে ব্যাট করছেন।
২২.৫৩
৩ বলে দুবার জীবন পেলেন ইমন
৪.৪ ওভারে মোহাম্মদ নবির বলে ইমনের ক্যাচ ছেড়ে দেন গুরবাজ। ২ রান নিয়ে স্ট্রাইক নিজের কাছে রেখে পরের বলে ছক্কা হাঁকান। শেষ বলে ফের উপরে বল তুলে দেন ইমন। শর্ট ফাইন লেগে ফরিদ মালিক এবার ক্যাচ ছেড়ে দেন। নবির এই ওভার থেকে ১৭ রান আদায় করে বাংলাদেশ।
২২.৪৫
বাংলাদেশের দেখেশুনে শুরু
প্রথম ৩ ওভারে ১৪ রান তুলেছে বাংলাদেশ। তানজিদ তামিম ৭ বলে ৯ ও পারভেজ ইমন ৫ বলে ১১ রানে ব্যাট করেছেন।
২২.১৮
রহমানুল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবির আলো ছড়ানো ইনিংসের পর শারাফুদ্দিন আশরাফের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পেয়েছে আফগানরা
২২.১৬
১৫১ রানের পুঁজি পেল আফগানিস্তান
সংক্ষিপ্ত স্কোর
টস- আফগানিস্তান (ব্যাটিং)
আফগানিস্তান-১৫১/৯ (২০)
গুরবাজ-৪০ (৩১), নবি-৩৮ (২৫), ওমরজাই-১৮ (১৮), আশরাফ-১৭* (১২)
রিশাদ-২/৩৩, তানজিম-২/৩৪, নাসুম-১/১৮
২২.০২
রশিদকে ফেরালেন মোস্তাফিজ
১৮.২ ওভারে রশিদ খানকে ফেরালেন মোস্তাফিজ। ২ বলে ৪ রান করে জাকেরের গ্লাভসে ধরা পড়েন।
২১.৫৭
নবির ঝড় থামালেন তাসকিন
১৭.৫ ওভারে মোহাম্মদ নবিকে ফেরালেন তাসকিন। টাইগার পেসারের বলে ক্যাচ দেন রিশাদের হাতে। ৪ ছক্কা ও ১ চারে ২৫ বলে ৩৮ রান করেন।
২১.৫৭
নবির ঝড় থামালেন তাসকিন
১৭.৫ ওভারে মোহাম্মদ নবিকে ফেরালেন তাসকিন। টাইগার পেসারের বলে ক্যাচ দেন রিশাদের হাতে। ৪ ছক্কা ও ১ চারে ২৫ বলে ৩৮ রান করেন।
২১.৪২
গুরবাজকে থামালেন তানজিম
১৪.৫ ওভারে ৯৫ রানে ষষ্ঠ উইকেট হারাল আফগানিস্তান। তানজিম সাকিবের বলে রিশাদের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন গুরবাজ। ২ চার ও ৩ ছক্কায় ৩১ বলে ৪০ রান করেন গুরবাজ।
২১.২৭
ওমরজাইকে ফেরালেন রিশাদ
৭৩ রানে পঞ্চম উইকেট হারাল আফগানিস্তান। ১১,১ ওভারে তানজিম সাকিবের ক্যাচ হয়ে রিশাদের শিকার হন আজমতউল্লাহ ওমরজাই। ১৮ বলে ১৮ রান করেন।
২১.২১
১০ ওভারে আফগানদের সংগ্রহ ৪ উইকেটে ৬৫
ওমরজাই ১৬ এবং গুরবাজ ২৩ রানে ব্যাট করছেন।
২১.০৪
ইসহাককে ফেরালেন রিশাদ
৬.৪ ওভারে বাংলাদেশকে চতুর্থ সাফল্য এনে দিলেন রিশাদ হোসেন। শামীম হোসেনের ক্যাচ বানিয়ে ফেরান ইসহাককে। ৪ বলে ১ রান করেন।
২১.০১
পাওয়ার প্লেতে আফগানদের ৩ উইকেটে ৩৩
রহমানুল্লাহ গুরবাজ ৭ এবং মোহাম্মদ ইসহাক ১ রানে ব্যাট করছেন।
২০.৫৫
রানআউট হয়ে ফিরলেন রাসুলি
৩১ রানে তৃতীয় উইকেট হারাল আফগানিস্তান। রানের খাতা খোলার আগেই রানআউট হয়ে ফিরেন দারবীশ রাসুলি।
২০.৫২
অটলকে ফেরালেন তানজিম
৪.৪ ওভারে পারভেজ ইমনের ক্যাচ বানিয়ে সেদিকউল্লাহ অটলকে ফিরিয়েছেন তানজিম সাকিব। আফগান ওপেনার ১২ বলে ১০ রান করেন।
২০.৪৬
নাসুম ফেরালেন জাদরানকে
৩,৩ ওভারে ২৫ রানে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙলেন নাসুম। ইব্রাহিম জাদরানকে বোল্ড করেন টাইগার স্পিনার। ১০ বলে ১৫ রান করেন।
২০.৩৫
এক ওভারে তিন বাউন্ডারি
শুরুটা বেশ ভালো করেছে আফগানিস্তান। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই তিন বাউন্ডারিতে ১২ রান নিয়েছেন ইব্রাহিম জাদরান।
২০.৩০
বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন
একাদশে দুটি পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। ফিরেছেন তানজিদ তামিম ও নাসুম আহমেদ। এশিয়া কাপের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়েছেন তাওহীদ হৃদয় ও মেহেদী হাসান।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলি অনিক (অধিনায়ক), নুরুল হাসান, শামীম হোসেন পাটোয়ারী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
২০.২৪
আগে ব্যাটিংয়ে আফগানিস্তান
টসে জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠিয়েছে আফগানিস্তান।
২০.২৪
সিরিজে ব্যাটিং ইউনিটের দিকে সব মনোযোগ রাখছে দল, বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।







