ব্যাটিংয়ে ভালো করতে পারেনি বাংলাদেশ। ২২১ রানের থেমেছিল ইনিংস। আফগানরা দেখেশুনে খেলে লক্ষ্যতাড়া করেছে। ৫ উইকেট ও ১৭ বল হাতে রেখে জিতেছে আফগানিস্তান। ম্যাচের সকল খুঁটিনাটি দেখে নিন একনজরে….
০১.৪৭
আফগানদের বিপক্ষে ৫ উইকেটে হার দেখল বাংলাদেশ
০১.৪০
৫ উইকেটে জয় আফগানদের
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ব্যাটিং)
বাংলাদেশ: ২২১/১০ (৪৮.৫)
মিরাজ-৬০ (৮৭), হৃদয়-৫৬ (৮৫), সাইফ-২৬ (৩৭)
রশিদ-৩/৩৮, ওমরজাই-৩/৪০, গজনাফর-২/৫৫
আফগানিস্তান-২২৬/৫ (৪৭.১)
গুরবাজ-৫০ (৭৬), রহমত-৫০ (৭০), ওমরজাই-৪০ (৪৪), শহিদী-৩৩ (৪৬)
তানজিম-৩/৩১, মিরাজ-১/৩২, তানভীর-১/৪২
০১.১৫
ওমরজাইকে ফেরালেন তানজিম
১৯৫ রানে পঞ্চম উইকেট হারাল আফগানিস্তান। ৬ চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৪০ রান করেন।
০০.২৬
গুরবাজকে ফেরালেন মিরাজ
১৩৬ রানে চতুর্থ সাফল্য পেল বাংলাদেশ। রহমানুল্লাহ গুরবাজকে বোল্ড করে ফেরালেন মিরাজ। ৭৬ বলে ৫০ রান করেন।
২৩.৫৭
গুরবাজ-রহমত জুটি ভাঙলেন তানজিম
১১১ বলে ৭৮ রানের জুটি করেছেন দজুনে। ৩০.৪ ওভারে রহমতকে ফিরিয়ে জুটি ভাঙেন তানজিম সাকিব। ২ চারে ৭০ বলে ৫০ রান করেন রহমত। ১৩৬ রানে তৃতীয় উইকেট হারাল আফগানিস্তান।
০০.১৯
গুরবাজ-রহমতের ফিফটি
ফিফটি পেয়েছেন গুরবাজ ও রহমত দুজনেই। গুরবাজ ফিফটি করেছেন ৭৪ বলে আর রহমত করেছেন ৬৮ বলে। রহমতে ৩২তম ফিফটি এটি। গুরবাজের সপ্তম।
২৩.৫৭
গুরবাজ-রহমত জুটির ৫০
ধীরে ধীরে রান তুললেও পঞ্চাশ পেরিয়েছে গুরবাজ-রহমত জুটির।
২৩.৪৭
আফগানিস্তানের ১০০
২৪ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১০০ রান। গুরবাজ ৪০ এবং রহমত ২৬ রানে ব্যাট করছেন।
২৩.০১
অটলকে ফেরালেন তানজিম
৫৮ রানে দ্বিতীয় সাফল্য পেল বাংলাদেশ। তানজিদের ক্যাচ বানিয়ে সেদিকউল্লাহ অটলকে ফেরালেন তানজিম। ৫ রান করেন অটল।
২১.৪১
উদ্বোধনী জুটি ভাঙলেন তানভীর
১০ম ওভারে রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরানের ৫২ রানের জুটি ভেঙেছেন তানভীর ইসলাম। নুরুল হাসান সোহানের স্টাম্পিংয়ে ফিরেছেন জাদরান। ৪ চারে ২৫ বলে ২৩ রান করেন।
২২.৪১
ভালো শুরু আফগানদের, উদ্বোধনী জুটির ফিফটি
২২১ রান তাড়ায় নেমে ভালো শুরু পেয়েছে আফগানিস্তান। রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান ৫০ রান তুলে ছুটছেন।
২১.৩৭
আফগানিস্তানের সামনে খুব একটা বড় চ্যালেঞ্জ জানাতে পারেনি টিম টাইগার্স
২১.৩৫
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ (ব্যাটিং)
বাংলাদেশ: ২২১/১০ (৪৮.৫)
মিরাজ-৬০ (৮৭), হৃদয়-৫৬ (৮৫), সাইফ-২৬ (৩৭)
রশিদ-৩/৩৮, ওমরজাই-৩/৪০, গজনাফর-২/৫৫
২১.৩৩
তানভীর আউট, বাংলাদেশ থামল ২২১ রানে
গজনাফরের আগের দুটি বলে চার ও ছক্কা হাঁকিয়েছেন তানভীর আহমেদ। পঞ্চম বলে স্টাম্পিং হয়ে ফিরলেন। ৮ বলে ১১ রান করেন।
২১.২৬
তানজিমকে ফেরালেন ওমরজাই
২০৬ রানে নবম উইকেট হারাল বাংলাদেশ। ২৩ বলে ১৭ রান করা তানজিম সাকিব ফিরলেন নবির হাতে ক্যাচ দিয়ে।
২১.২৩
হাসানকে ফেরালেন গজনাফর
২০৫ রানে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ। গজনাফরের বলে জাদরানের হাতে ক্যাচ দেন হাসান। ৯ বলে ৫ রান করেন।
২০.৫৭
সোহান ফিরলেন, বাংলাদেশ-১৯৫/৭
নুরুল হাসানকে সোহানকে ফেরালেন রশিদ। এলবিডব্লিউ হওয়ার আগে ১৪ বলে ৭ রান করেন।
২০.৫৭
জাকের ফিরলেন
রশিদ খানের দ্বিতীয় শিকার হলেন জাকের আলি অনিক। এলবিডব্লিউ হয়ে ফেরার আগে করেন ১৬ বলে ১০ রান। ১৭৮ রানে ষষ্ঠ উইকেট হারাল বাংলাদেশ।
২০.৫০
মিরাজ আউট, রশিদ খানের ২০০
লেগ বিফোরের ফাঁদে ফেলে মেহেদী হাসান মিরাজকে ফেরালেন রশিদ খান। রিভিউ নিয়েও রক্ষা হয়নি টাইগার অধিনায়কের। একটি করে চার ও ছক্কায় ৮৭ বলে ৬০ রান করেন।
মিরাজকে ফিরিয়ে ওয়ানডেতে দুইশ উইকেটের মাইলফলকে পৌঁছালেন রশিদ খান। আফগানিস্তানের প্রথম এবং বিশ্বের ৪৪তম বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।
২০.৪১
রিভিউ নিয়ে বাঁচলেন মিরাজ
খারোতের বলে সুইপ করতে চেয়েছিলেন মিরাজ। প্যাডে হিট করে বল। আফগানদের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক। পরে দেখা যায় লেগস্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যেত বল। ৫৬ রানে বাঁচলেন।
২০.৩৩
হৃদয় রানআউট, ভাঙল শতরানের জুটি
ভুল বোঝাবুঝি চতুর্থ উইকেট হারাল বাংলাদেশ। রানআউট হয়ে গেলেন হৃদয়। ভেঙেছে মিরাজের সঙ্গে তার ১০১ রানের জুটি। ১ চার ও ৩ ছক্কায় ৮৫ বলে ৫৬ রান করেন।
২০.২৮
হৃদয়-মিরাজ জুটি একশ
চতুর্থ উইকেট জুটিতে শতরান পূর্ণ করেছেন হৃদয় ও মিরাজ। ১৩৮ বলে ১০০ রান যোগ করেছেন দুজনে।
বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১৫৩। হৃদয় ৫৬ রানে এবং মিরাজ ৫১ রানে ব্যাট করছেন।
২০.২২
মিরাজের ফিফটি
৭৪ বলে ফিফটি করেছেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ। ওয়ানডেতে মিরাজের সপ্তম ফিফটি এটি। ফিফটি ছোঁয়া ইনিংসে ছিল ১টি করে চার ও ছক্কার মার।
২০.১২
হৃদয়ের টানা তৃতীয় ফিফটি
ওয়ানডেতে ফিফটির হ্যাটট্রিক করলেন হৃদয়। আফগানিস্তানের বিপক্ষে ফিফটির আগে গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের শেষ দুই ওয়ানডেতেও ফিফটি করেছিলেন হৃদয়।
আফগানদের বিপক্ষে ফিফটি করেছেন ৭৫ বলে। ছিল ১ চার ও ৩ ছক্কার মার।
১৯.৪৭
একশ পেরিয়ে বাংলাদেশ, হৃদয়-মিরাজ জুটির পঞ্চাশ
৫৩ রানে তৃতীয় উইকেট হারানোর পর দলকে টেনে নিচ্ছেন মিরাজ ও হৃদয়। দুজনের জুটির ফিফটি হয়েছে ইতিমধ্যে। ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৬। মিরাজ-হৃদয় জুটি ৮৫ বলে ৫৩ রান তুলে ব্যাট করছেন। মিরাজ ৩১ এবং হৃদয় ৩৪ রানে ব্যাট করছেন।
১৯.২৮
২০ ওভার শেষে বাংলাদেশ ৮০/৩
মিরাজ ১৭ রানে এবং হৃদয় ২৩ রানে ব্যাট করছেন।
১৮.৫৯
সাইফকে ফেরালেন খারোতে
১১.৫ ওভারে ৫৩ রানে তৃতীয় উইকেট হারাল বাংলাদেশ। নাঙ্গেয়ালিয়া খারোতের বলে রশিদ খানের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাইফ। ৩৭ বলে ২৬ রান করেন।
১৮.৫০
ফিফটি পেরিয়ে বাংলাদেশ
পাওয়ার প্লে’র ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৫১ রান। সাইফ ২৬ রানে এবং হৃদয় ১১ রানে ব্যাট করছেন।
১৮.২৮
শান্ত আউট
২৫ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ওমরাজাইয়ের দ্বিতীয় শিকার হলেন। ৫ বলে ২ রান করে ক্যাচ দেন হাশমতউল্লাহ শাহিদীর হাতে।
১৮.২৪
তানজিদ ফিরলেন
১৮ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ। আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে এজ হয়ে গুরবাজের গ্লাভসে।
২০.০৪
আফগানিস্তানের একাদশেও এক অভিষেক
ওয়ানডেতে অভিষেক হচ্ছে বশির আহমেদের। ৬৫তম ক্রিকেটার হিসেবে আফগানদের ওডিআই ক্যাপ পরেছেন তিনি।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, আল্লা মোহাম্মদ গজনাফর ও বশির আহমেদ।
২০.০৪
আফগানিস্তানের একাদশেও এক অভিষেক
ওয়ানডেতে অভিষেক হচ্ছে বশির আহমেদের।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গেয়ালিয়া খারোতে, আল্লা মোহাম্মদ গজনাফর ও বশির আহমেদ।
১৭.৩৮
সাইফের অভিষেক, একাদশে যারা
ওয়ানডেতে অভিষেক হচ্ছে সাইফ হাসানের। ১৫৩তম ক্রিকেটার হিসেবে ওডিআই ক্যাপ পরবেন এই টপঅর্ডার ব্যাটার।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানভীর ইসলাম ও তানজিম হাসান সাকিব।
১৭.৩৩
টস
আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজে প্রথমটিতে নেমেছে বাংলাদেশ। আবুধাবিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।







