এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের সামনে খুব একটা বড় চ্যালেঞ্জ জানাতে পারেনি টিম টাইগার্স। মেহেদী হাসান মিরাজ ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে আফগানদের ২২২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। ৪৮.৫ ওভার ব্যাট করে ২২১ রানে থামে বাংলাদেশ।
ব্যাটে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ২৫ রানে দুই ব্যাটারকে হারায়। ফিরে যান তানজিদ তামিম (১০) এবং নাজমুল হোসেন শান্ত (২)। দলীয় ৫৩ রানে সাইফ ফিরে গেলে তৃতীয় উইকেট হারায় টিম টাইগার্স। ৩৭ বলে ২৬ রান করেন অভিষিক্ত সাইফ।
চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েন হৃদয় ও মিরাজ। ১৫৪ রানে হৃদয় রানআউট হলে জুটি ভাঙে। ১ চার ও ৩ ছক্কায় ৮৫ বলে ৫৬ রান করেন হৃদয়। দলীয় ১৭৫ রানে মিরাজও ফিরে যান। ১টি করে চার ও ছক্কায় বাংলাদেশ অধিনায়ক ৮৭ বলে ৬০ রান করেন।
এরপর দ্রুতই ফিরে যান জাকের আলি (১০), নুরুল হাসান সোহান (৭)। ১৯৫ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ দিকে তানজিম সাকিব ২৩ বলে ১৭ রান করেন। বাংলাদেশ থামে ২২১ রানে। তানভীর ৮ বলে ১১ রান করেন।
আফগান বোলারদের মধ্যে ওমরজাই ও রশিদ খান ৩টি করে উইকেট নেন। গজনাফর নেন দুটি উইকেট।







