এএফসি এশিয়ান কাপে বাংলাদেশের মূলপর্বের আশা শেষ হয়ে গেছে দুম্যাচ আগেই। ঘরের মাঠে ভারত ও অ্যাওয়ে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে খেলা বাকি লাল-সবুজদের। ভারত ম্যাচের জন্য শুক্রবার প্রস্তুতি শুরু করেছে হাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা। জয়ের বিকল্প কিছু চিন্তা করছে না বাংলাদেশ, জানিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া।
বৃহস্পতিবার থেকে আবাসিক ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ দল। যোগ দিয়েছেন ১৪ খেলোয়াড়। এখনও প্রাথমিক একাদশ ঘোষণা করেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্যাবরেরা সন্তানের বাবা হওয়ায় দলের সাথে নেই।৩/৪ নভেম্বরের দিকে বাংলাদেশে আসার কথা তার।
শুক্রবার রহমত মিয়া বললেন, ‘স্বাভাবিকভাবে প্রত্যেক উইন্ডোতেই খেলোয়াড়রা আসে, দলে যোগ দেয় সামনের যে ম্যাচগুলো আছে সেগুলোর জন্য প্রস্তুত হতে। যেহেতু আমাদের ১৮ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচ, খেলোয়াড়রা সবাই উজ্জীবিত। ভারতের সাথে ম্যাচ খেলা নিয়ে সবাই অনেক উদ্বেলিত থাকে। সবাই ভালোভাবে প্রস্তুতি নেয়ার জন্য মনোযোগী আছে। ভারতের বিপক্ষে আমরা ম্যাচ জিততে চাই।’
‘আসলে আফগানিস্তানের বিপক্ষে মিয়ানমারের খেলার কথা ছিল। সেটা মিয়ানমার সম্ভবত বাতিল করেছে বাংলাদেশে আসবে না। সেই হিসেবে আফগানিস্তানের সাথে আমাদের ম্যাচ হওয়ার কথা ছিল, এখন অন্য প্রতিপক্ষ নির্ধারণ করেছে ফেডারেশন। প্রত্যেক ম্যাচের আগে একটা প্রস্তুতি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। যদি শক্ত প্রতিপক্ষ হয় অবশ্যই আমাদের জন্য ভালো, না পাওয়া গেলে সমমানের একটা দল থাকলে ভালো, প্রস্তুতি তো প্রস্তুতিই।’
এএফসি এশিয়ান কাপের পরের আসর নিয়ে রহমত বললেন, ‘যদি শেষ দুইটা ম্যাচ জিতিও, আমাদের কষ্ট লাগবে হয়ত, আমাদের চূড়ান্ত লক্ষ্যটাতে যেতে পারবো না। যেহেতু এবার এশিয়ান কাপে আমাদের দল ভালো করছে এবং সামনে আরও ভালো করার সম্ভাবনা আছে। এবার যে আমরা বাছাইপর্ব উৎরাতে পারিনি, সব খেলোয়াড়ের ভিতর একটা কষ্ট আছে এবং পরবর্তীতে ইনশাআল্লাহ সবাই আরও ভালো করার চেষ্টা করবে এবং বাছাইপর্ব উৎরাতে চেষ্টা করবে।’







