এই খবরটি পডকাস্টে শুনুনঃ
এশিয়া কাপ রাইজিং স্টার্স টি-টুয়েন্টিতে হংকংয়ের বিপক্ষে বড় জয়ের পর আফগানিস্তান-এ দলের বিপক্ষেও ধারাবাহিক বাংলাদেশ-এ দল। রিপন মণ্ডলের গতি ও রাকিবুল হাসানের ঘূর্ণিতে শতরানের আগেই আফগানদের গুটিয়ে দেয় আকবর আলীর দল। পরে ৮ উইকেট জয় তুলে নেয় টিম টাইগার্স।
কাতারের দোহার ওয়েস্ট ইন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাটে নেমে আফগানরা থামে ১৮.৪ ওভারে ৭৮ রানে। জবাবে নেমে ৩৯ বল হাতে রেখে জয় নিশ্চিত করে লাল-সবুজের দল।
আফগানদের ব্যাটে পাঠিয়ে বল হাতে আলো ছড়ান রাকিবুল হাসান, রিপন মণ্ডল ও এসএম মেহেরোব। ৪ ওভার ৭ রান খরচায় ৩ উইকেট নেন রাকিবুল, ১০ রানে ৩ উইকেট নেন রিপন এবং ১৪ রানে ২ উইকেট নেন মেহেরোব।
আফগান ব্যাটারদের মধ্যে কেবল তিনজনই দুই অঙ্কের ঘরে পৌঁছান। ২৮ বলে ২৭ রান করেন দারবিশ রাসুলি। ১২ রান করে করেন কায়েস আহমেদ ও ইজাজ আহমাদ আহমদজাই।
রানতাড়ায় শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ২৪ রানে ফিরে যান দুই ওপেনার হাবিবুর রহমান সোহান ও জিসান আলম। দুজনেই ১০ রান করে করেন। পরে মাহিদুল ইসলাম অঙ্কন ও জাওয়াদ আবরারের অবিচ্ছিন্ন জুটি জয় নিশ্চিত করে। ২২ বলে ২৪ রানে আবরার ও ৩০ বলে ২৭ রানে অপরাজিত থাকে অঙ্কন।
আফগানদের দুটি উইকেটই নেন আল্লা মোহাম্মদ গজনাফর।







