চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাংলা খেয়াল উৎসবের পর্দা উঠছে সন্ধ্যায়

ঐক্যডটকমডটবিডি’র নিবেদনে পর্দা উঠছে বাংলা খেয়াল উৎসবের

গেল ৯ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। সংস্কৃতির পরিশীলন উচ্চাঙ্গ সংগীতকে মানুষের কাজে জনপ্রিয় করার লক্ষ্যে চ্যানেল আইয়ের এই আয়োজনে বরাবরের মতো এবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আয়োজন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় শুরু হয়ে এ উৎসব আয়োজনের পর্দা নামবে ১ ফেব্রুয়ারি সকাল ৯ টায়।

Bkash July

রবিবার চ্যানেল আই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সেখানে জানানো হয়, এবার দশমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’।

এ আয়োজন শুরু করেছিলেন সংগীতজ্ঞ আজাদ রহমান। উৎসবটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রযোজনা করবেন অনন্যা রুমা।

Reneta June

উৎসবের উদ্ধোধনী পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ, সালাহউদ্দিন আহমেদ, করিম শাহাবুদ্দিন প্রমুখ।

Labaid
BSH
Bellow Post-Green View