স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৭ মার্চ এই মহান নেতার জন্মদিন। দিনটিকে ‘জাতীয় শিশু দিবস’ হিসেবেও উদযাপন করা হয়। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১৭ মার্চ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান প্রচার করবে চ্যানেল আই।
চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শুধু ১৭ মার্চ নয়, একদিন আগে থেকেই অনুষ্ঠান প্রচার করছে চ্যানেল আই। এ উপলক্ষ্যে ১৬ মার্চ দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দর্শক দেখতে পারবেন মোরশেদুল ইসলাম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘আাঁখি ও তার বন্ধুরা’। এদিন রাত ১১টা ৩০ মিনিটে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘প্রকৃতি ও জীবন’ এর বিশেষ অনুষ্ঠান ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও প্রকৃতি’ প্রচার করা হবে। এদিন দিবাগত রাত ১টায় এবং ১৭ মার্চ সকাল ৯টা ৪৫ মিনিটে রয়েছে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব।
১৭ মার্চ সকাল ৭টা ৩০ মিনিটে ‘গান দিয়ে শুরু’তে থাকছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও সুরের ধারার পরিবেশনায় বঙ্গবন্ধুর প্রিয় গান। দুপুর ৩টা ৫ মিনিটে মাতিয়া বানু শুকু এর রচনা ও পরিচালনায় টেলিফিল্ম ‘পিতৃছায়া’।
এদিন বিকাল ৫টা ২০মিনিটে থাকছে কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় দেশ-বিদেশে রান্নার বিশেষ পর্ব ‘বঙ্গবন্ধুর প্রিয় খাবার’। বিকাল ৫টা ৪৫মিনিটে ড. আতিউর রহমান-এর সঞ্চালনায় এবং ইফতেখার মুনিম এর পরিচালনায় বঙ্গবন্ধু সম্পর্কে দেশের ১৫ জন বিশিষ্ট নাগরিকের মূল্যবান বর্ণনা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘নান্দনিক বঙ্গবন্ধু’। সন্ধ্যা ৬টা ২০মিনিটে সরাসরি সম্প্রচার প্রিয়শিল্পী ফেরদৌস আরা ও তাঁর সুরসপ্তক-এর শিশুকিশোরদের অংশগ্রহণে উচ্চাঙ্গ সংগীতের বিশেষ আয়োজন। রাত ৮টা ৩০মিনিটে রয়েছে মেট্রোসেম ‘টু দ্য পয়েন্ট’ এর বিশেষপর্ব।