চার লেনের কাজ না হওয়ায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ভোগান্তির শঙ্কা

এবারের ঈদ যাত্রায় ভোগান্তির কারণ হতে পারে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক। নির্ধারিত সময়ের মধ্যে সিরাজগঞ্জের নলকা থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের চার লেনের কাজ ঈদের আগে শেষ না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে, এই পথে উত্তর ও দক্ষিণ বঙ্গের ২২ জেলার যাত্রীদের এবারও ঈদ যাত্রায় ভোগান্তি বাড়বে। তবে ঈদ সামনে রেখে দ্রুত কাজ চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।