জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) একাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বর্ষপূর্তি ও পুণর্মিলনী অনুষ্ঠান পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে যেকোনো অনুষ্ঠান রাত ১০ টার মধ্যে শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী শীতকালে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের অ্যালামনাই ও বিভিন্ন ব্যাচের (সাবেক ও বর্তমান) বর্ষপূর্তি ও পুণর্মিলনী অনুষ্ঠানগুলো মুক্তমঞ্চে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হওয়ায় একাডেমিক ও প্রাকৃতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। একইসাথে ক্যাম্পাসে অপরাধমূলক কাজে শিক্ষার্থীরা জড়িয়ে পড়ে। এতে ক্যাম্পাসে অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক পরিবেশ বজায় রাখার স্বার্থে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের বর্ষপূর্তি ও পুণর্মিলনী নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অ্যালামনাই এসোসিয়েশনের অনুষ্ঠান প্রতি ৩ বছরে সর্বোচ্চ একবার আয়োজন করা যাবে এবং রাত ১০ টার পর কোনো অনুষ্ঠান করা যাবে না। এছাড়া, রাত ১০ টার পর কোনো অনুষ্ঠান করলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন করাসহ আয়োজক সংগঠনকে কালো তালিকাভুক্ত করা হবে। পরবর্তীতে আয়োজক সংগঠনকে আর কোন অনুষ্ঠান করতে দেওয়া হবে না।








