চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাইজুসকে ১১ হাজার কোটি টাকা জরিমানা

KSRM

ভারতীয় শিক্ষাগত প্রযুক্তি এবং অনলাইন টিউটরিং সংস্থা বাইজুসকে ‘বিদেশি তহবিল আইন’ লঙ্ঘনের অভিযোগে ৯ হাজার কোটি রুপি (১১ হাজার কোটি টাকার বেশি) প্রদানের নোটিশ জারি করেছে দেশটির এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এনডিটিভি জানিয়েছে, ইডি’র সূত্র অনুসারে, বাইজুস ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৮ হাজার কোটি রুপি বিদেশি বিনিয়োগ পেয়েছে। তারা এই সময়ের মধ্যে বিদেশে সরাসরি বিনিয়োগের নামে প্রায় ৯ হাজার ৭৫৪ কোটি রুপি দেশের বাইরে পাঠিয়েছে।

Bkash

যদিও কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরণের কোন নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছে সংস্থাটি। তারা এই সংবাদকে ভিত্তিহীন বলে দাবি করেছে।

২০১১ সালে প্রতিষ্ঠিত হয় বাইজুস। এর প্রতিষ্ঠাতা এবং সিইও হলেন বাইজুস রবীন্দ্রন। এর সদর দপ্তর বেঙ্গালুরুতে (কর্নাটক)। বাইজুস মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে শিক্ষাদান করে থাকে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View