জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর চরিত্রগুলো নিয়ে ব্যাচেলরস ঈদ, ব্যাচেলর কোরবানি বানিয়ে তুমুল আলোচিত হয়েছিলেন কাজল আরেফিন অমি। সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ‘ব্যাচেলরস ফুটবল’।
দর্শকদের প্রত্যাশা, ট্রেন্ডি গল্পে এ নাটকটিও জমিয়ে তুলবেন- এমনটাই মনে করছেন পরিচালক অমি।
বড় আয়োজনে ‘ব্যাচেলরস ফুটবল’র শুটিং আগেই শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। এদিকে, ২০ নভেম্বর শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘বিশ্বকাপ ফুটবল’। সেই উন্মাদনার মধ্যে, আগামী ২১ নভেম্বর রাতে নাটকটি ধ্রুব টিভির ইউটিউবে প্রচার হবে বলে জানান অমি।
মূলত ‘ব্যাচেলর পয়েন্ট’র সদস্যরা এতে অভিনয় করেছেন। গল্পের ধারণা দিয়ে অমি বলেন, ব্যাচেলর বাসায় ফুটবল বিশ্বকাপ এলে বিভিন্ন উন্মাদনা দেখা যায়। তারই কিছু অংশ তুলে ধরা হবে ব্যাচেলরস ফুটবল-এ। এরমধ্যে ফান, কমেডি সবকিছুই থাকবে। আশা করছি দর্শক পছন্দ করবেন।
আর্জেন্টিনা ও ব্রাজিল দুটি দলের সমর্থকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ দেখা যাবে নাটকে। যেখানে আর্জেন্টিনার জার্সি পরে খেলবেন মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, আবদুল্লাহ রানা, আশুতোষ সুজন। ব্রাজিলের জার্সি পরে খেলবেন পলাশ, শিমুল, শরাফ আহমেদ জীবন, মুসাফির বাচ্চু, পাভেল।
চলতি মাসেই ওয়েব সিরিজ নির্মাণে নামছেন কাজল আরেফিন অমি। বঙ্গ’র প্রযোজনায় নির্মিতব্য এই সিরিজটির নাম ‘হোটেল রিল্যাক্স’। সিরিজটি বিনোদনধর্মী কাজ হবে বলে জানান অমি।
তিনি বলেন, ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।







