চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাবা হলেন চিত্রনায়ক রোশান

আড়াই বছর আগে গোপনে বিয়ে করেন চিত্রনায়ক রোশান। বিয়ের খবর চলতি মাসের প্রথম সপ্তাহে প্রকাশ্যে আনেন এই নায়ক। বুধবার রাতে রোশান তার ফেসবুক পোস্টে জানালেন, তিনি বাবা হয়েছেন।

জানা যায়, রোশান মেয়ের বাবা হয়েছেন। নবজাতকের চারটি ছবি শেয়ার করে রোশান লেখেন, “আলহামদুলিল্লাহ, আজ আমি আশীর্বাদ পেলাম, যেন বেহেশত সাথে আছে।”

Bkash July

রোশান জানান, বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার স্ত্রী তাহসিনা এশা কন্যাসন্তান জন্ম দিয়েছেন।

এ সময় রোশানসহ দুই পরিবারের সবাই উপস্থিত ছিলেন।

Reneta June

রোশান বলেন, মঙ্গলবার রাত তিনটা পর্যন্ত সিনেমার গানের শুটিং করেছিলেন। রাতে ফিরে দেখেন স্ত্রী কিছুটা অস্বস্তি বোধ করছেন। ভোরে স্ত্রীকে হাসপাতালে ভর্তি করাই। সকালে কন্যা ভূমিষ্ঠ হয়।

উচ্ছ্বাস নিয়ে রোশান বলেন, আমি বাবা হয়েছি। মা ও সন্তান দুজনই সুস্থ আছে। এর চেয়ে আর ভালো লাগা কী হতে পারে। দুই পরিবারের সবাই খুশি আমরা।

তিনি বলেন, তবে মেয়ের নাম এখন চূড়ান্ত করা হয়নি। শিগগিরই আকিকার অনুষ্ঠানের মাধ্যমে আমার মেয়ের নাম জানাবো সবাইকে। বাবা হওয়ার অনূভুতি ভাষায় প্রকাশ করা যায় না। আমি সেই অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। শুধু এটাই বলতে চাই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন।

Labaid
BSH
Bellow Post-Green View