পাকিস্তানে চলতি ন্যাশনাল টি-টুয়েন্টি কাপে ব্যাটে ফিলিস্তিনের পতাকা প্রদর্শনের জন্য ক্রিকেটার আজম খানকে জরিমানা করা হয়েছিল। তবে আরোপিত ম্যাচ ফি’র সেই জরিমানা মাফ করে দিয়েছে পিসিবি।
এক বিবৃতিতে পিসিবি বলেছে, আজম খানের উপর ম্যাচ কর্মকর্তাদের আরোপিত ৫০ শতাংশ জরিমানা বোর্ড পর্যালোচনা করে সেটি মাফ করেছে।
যদিও জরিমানা মাফ করার কারণ কি, সেই বিষয়ে পিসিবি বিস্তারিত জানায়নি। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর জন্য আজম তার ব্যাট থেকে স্টিকার খুলে ফেলতে রাজি কিনা, তাও জানানো হয়নি।
করাচি হোয়াইটসের হয়ে টুর্নামেন্টে খেলছেন আজম। গত রোববার লাহোর ব্লুজের বিপক্ষে ম্যাচ চলাকালীন তিনি নিজের ব্যাটে ফিলিস্তিনের পতাকার স্টিকার লাগান।
পতাকার স্টিকার সরাতে অস্বীকার করার পরে পিসিবির ম্যাচ রেফারি ২৫ বর্ষী ক্রিকেটারের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা ধার্য করেছিলেন।
ম্যাচ চলাকালীন আম্পায়ারের নির্দেশ বা নির্দেশনা মেনে চলতে বলা হলেও পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটার সেটি উপেক্ষা করেন। পিসিবির কোড অফ কন্ডাক্টের ২.৪ ধারা লঙ্ঘনের দায়ে তাকে জরিমানা করা হয়েছিল।
আইসিসির নিয়ম অনুযায়ী, খেলোয়াড় বা দলের কর্মকর্তাদের কাউকে ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং বোর্ডের অগ্রিম অনুমোদন ছাড়া তাদের সরঞ্জাম ও পোশাকে ব্যক্তিগত বার্তা প্রকাশ করার অনুমতি দেয়া হয় না।
পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন আজম। বিশ্বব্যাপী ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি নিয়মিত মুখ।







