গেল বছর বলিউডের অন্যতম ব্যবসা সফল ট্রিলজি সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির পর থেকেই এর দ্বিতীয় পর্ব ‘ব্রহ্মাস্ত্র-২’ এর অপেক্ষায় দিন গুনছে দর্শকরা! যদিও এর আগে প্রায় ৬ থেকে ৮ বছর সময় লেগেছিল ‘ব্রহ্মাস্ত্র’ তৈরী করতে।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ছবির পরিচালক অয়ন মুখার্জি জানিয়েছেন, আগামী ৩ বছরের মধ্যেই মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’র দ্বিতীয় পর্ব।
‘ব্রহ্মাস্ত্র’র প্রসঙ্গে অয়ন আরও বলেছেন, ‘ছবিটির চিত্রনাট্য লিখতে আমাদের একটু সময় লাগবে। কোন রকম খামতি রাখতে চাই না। তাই আমরা ঠিক করেছি ‘ব্রহ্মাস্ত্র’ ২ এবং ৩ একসঙ্গেই তৈরি করব। জানি, দর্শকের প্রত্যাশা বিপুল। সকলেই চান ‘ব্রহ্মাস্ত্র ২’ তাড়াতাড়ি আসুক। কিন্তু ভাল কিছু বানাতে হলে তো একটু সময় লাগবেই!
এর আগে ‘ব্রহ্মাস্ত্র’এ হুসেন দালালের লেখা সংলাপ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়তে হয়েছিল, সেটি মাথায় রেখে অয়ন জানিয়েছেন, তারপরও যে মানুষ ‘ব্রহ্মাস্ত্র’কে ভালবাসা দিয়েছেন এতে তারা ধন্য। তবে সমালোচনা থেকে শিক্ষাও নিয়েছেন বলে জানান। সংলাপের দুর্বলতা দূর করে আরও শক্তিশালী চিত্রনাট্যে ‘ব্রহ্মাস্ত্র’ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন পরিচালক।

বলিউডের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল সিনেমা ‘ব্রহ্মাস্ত্র’। প্রায় ৮ বছর ধরে ‘ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা’ ছবির উপর কাজ করছেন পরিচালক অয়ন মুখার্জি। উচ্চমাত্রার ভিএফএক্স ব্যবহার করায় ছবিটির প্রথম পার্টে খরচ হয়েছে ৪১০ কোটির বেশি। ফলে এর দ্বিতীয় ও তৃতীয় পার্টও যে কোন অংশে কম না হয় সেই চেষ্টাতেই রয়েছেন পরিচালক।
সূত্র: বলিউড হাঙ্গামা