চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

প্রথমবারের মতো ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ফেলোশীপ’ প্রদান

‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ বিষয়ক জ্ঞানকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) ও বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন-এর উদ্যোগে এবং ইনসেপটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সহযোগিতায় দেশে প্রথমবারের মতো ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ট্রাভেল ফেলোশীপ’ প্রদান করা হয়েছে।

১৪ জানুয়ারি শনিবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ক  চিকিৎসকদের অংশগ্রহণে এক ‘অ্যাওয়ার্ড সিরিমনি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমবারের মতো এই ফেলোশীপের জন্য মনোনীত হয়েছেন ইউনাইটেড হাসপাতালের  ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ বিভাগে কর্মরত ডা. মোহাম্মদ সালাহউদ্দিন। এই ফেলোশীপের আওতায় তিনি দুই সপ্তাহের জন্য আমেরিকাতে ‘ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন’ এর উপর সমসাময়িক বাস্তব ও ব্যবহারিক ধারণা লাভ করতে পারবেন যা দেশের চিকিৎসা সেবা ও মান উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানের শুরুতে পিএইচএ-এর চেয়ারম্যান ডা. তাসবিরুল ইসলাম  বলেন, ‘দেশের হেলথ কেয়ার এবং হেলথ এডুকেশনকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। এই লক্ষ্যে পৌঁছাতে হলে চিকিৎসকদের সমসাময়িক জ্ঞান আরও বৃদ্ধির বিকল্প নেই। সেক্ষেত্রে এ ধরনের ফেলোশীপ স্ব স্ব ক্ষেত্রের বিশেষায়িত চিকিৎসকদের শুধু জ্ঞান বৃদ্ধি করবে না, সমাজের প্রতি তাদের দায়িত্বও আরও বৃদ্ধি করবে।

অনুষ্ঠানে এসময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের (বিএসসিসিএম) প্রেসিডেন্ট প্রফেসর আরিফ আহসান, প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর মোহাম্মদ ওমর ফারুক, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর সেলস এবং ডিস্ট্রিবিউশন-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আশরাফ উদ্দিন এবং ডিজিএম (মার্কেটিং) মো. মিজানুর রহমানসহ আরও অনেকেই।

 

 

Labaid
BSH
Bellow Post-Green View