এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২৩ সালের বার্ষিক আর্থিক বিবরণী নির্বাচন কমিশনে জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সেখানে দেখা গেছে, দলটির আয়–ব্যয় গতবছরের তুলনায় দুটোই বেড়েছে।
আজ বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আশিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল নির্বাচনে কমিশনে আর্থিক বিবরণীর হিসাব জমা দেয়।
বিবরণী অনুযায়ী, ২০২৩ সালে দলটির ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা এবং আয় ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার টাকা।
উল্লেখ্য, ২০২২ সালে দলটির আয় ছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা। ব্যয় হয়েছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা।








